বার্সার ‘টার্গেট’ কৌতিনিয়োকে ছাড়বে না লিভারপুল

লিভারপুলের ফিলিপে কৌতিনিয়োর প্রতি বার্সেলোনা আগ্রহী বলে গুঞ্জন রয়েছে। তবে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির কোচ ইয়ুর্গেন ক্লপ জানিয়ে দিয়েছেন, ব্রাজিলের এই প্লেমেকার বিক্রির জন্য নয়।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 August 2017, 12:42 PM
Updated : 1 August 2017, 12:42 PM

ক্লপের দাবি, লিভারপুল ‘খেলোয়াড় বিক্রির’ ক্লাব নয়। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, জুলাইয়ে কৌতিনিয়োর জন্য আসা আট কোটি ইউরোর একটি প্রস্তাব প্রত্যাখ্যান করে অ্যানফিল্ডের ক্লাবটি।

সংবাদমাধ্যমে জোরালো গুঞ্জন, বার্সেলোনা ছেড়ে পিএসজিতে নাম লেখাতে যাচ্ছেন নেইমার। ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ডকে পেতে তার বাই আউট ক্লজের ২২ কোটি ২০ লাখ ইউরো দিতে প্রস্তুত পিএসজি। আর তা সত্যি হলে নেইমারের শূন্যতা পূরণে কৌতিনিয়োকে নাকি চায় বার্সেলোনা। তবে দলের অন্যতম সেরা খেলোয়াড়কে ছাড়তে নারাজ ক্লপ।

“আপনি যদি বলেন, সে বিক্রির জন্য নয়, তাহলে বোঝাপড়ার বিষয় কোথায় থাকে? ‘না’ শব্দটির মানে হলো, বোঝাপড়ার কিছু নেই। এ নিয়ে নতুন কিছুই নেই।”

গত শনিবার জার্মানির ক্লাব হার্থা বার্লিনের বিপক্ষে প্রীতি ম্যাচে ৩-০ গোলের জয় পায় কৌতিনিয়োর নেতৃত্বাধীন লিভারপুল। মঙ্গলবার আউডি কাপে তার দল খেলবে বায়ার্ন মিউনিখের বিপক্ষে।  

গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ গোল করা কৌতিনিয়ো জানুয়ারিতে লিভারপুলের সঙ্গে পাঁচ বছরের নতুন চুক্তি করেছেন।