‘লা লিগায় নেইমারের চেয়ে মেসি-রোনালদো গুরুত্বপূর্ণ’

বার্সেলোনা ছেড়ে নেইমারের পিএসজিতে যাওয়ার সম্ভাবনা নিয়ে চলমান গুঞ্জনের মধ্যে নিজের মতামত জানালেন লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস। স্পেনের লিগে নেইমার নয়, লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদো গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 July 2017, 07:57 AM
Updated : 31 July 2017, 07:58 AM

কযেকটি গণমাধ্যমের খবর অনুযায়ী, ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ডের জন্য বাই আউট ক্লজের ২২ কোটি ২০ লাখ ইউরো দিতে রাজি ফ্রান্সের দলটি।

মুন্দো দেপোর্তিভোকে আলোচিত এই ইস্যুতে নিজের ভাবনা জানান তেবাস, “লা লিগা এবং বার্সেলোনা নেইমারের চেয়ে বড়। আমি বরং ক্রিস্তিয়ানো রোনালদো বা লিওনেল মেসি যদি চলে যেত, তাহলে আরও বেশি চিন্তিত হতাম।”

নেইমার পিএসজিতে না গেলেও এত অঙ্কের অর্থ দেওয়ার প্রস্তাব দিয়ে উয়েফার ফিন্যানসিয়াল ফেয়ার প্লের নিয়ম ভাঙার জন্য পিএসজির বিরুদ্ধে অভিযোগ করা করা যাবে বলে মনে করেন তেবাস। প্রয়োজনে আদালতে যাওয়ার হুমকিও দেন তিনি।