এশিয়া কাপের প্রস্তুতিতে চীনে যাচ্ছে হকি দল

এশিয়া কাপ সামনে রেখে আটটি প্রস্তুতি ম্যাচ খেলতে আগামী বৃহস্পতিবার চীনে যাচ্ছে বাংলাদেশ হকি দল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2017, 03:05 PM
Updated : 30 July 2017, 03:05 PM

অনুশীলনের দলে থাকা ২২ জনকে নিয়ে চীন সফরের দল সাজিয়েছেন কোচ মাহবুব হারুন। রাসেল মাহমুদ জিমি, মাহবুবুর রহমান চয়নদের মতো চেনা মুখ থাকলেও দলে ঠাঁই হয়নি নির্ভরযোগ্য খেলোয়াড় কামরুজ্জামান রানার।

আগামী অক্টোবরে মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে হবে এশিয়া কাপ। এ লক্ষ্যে চীনের পর ভারত সফরে যাবে জিমিরা। চীন সফরে অভিজ্ঞতা বাড়ানোকে গুরুত্ব দেওয়ার কথা জানান হারুন। 

“সব কিছু ঠিক থাকলে ৩ অগাস্ট চীনে রওনা দেব। ১৬ দিনের সফরে সেখানে আমরা আটটি প্রস্তুতি ম্যাচ খেলব বিভিন্ন প্রাদেশিক দলের সঙ্গে।”

“টিমটাকে আরেকটু অভিজ্ঞ করাই মূল লক্ষ্য। এটাই এশিয়া কাপের চূড়ান্ত দল নয়। আপাতত ২২ জনকে নিয়ে যাচ্ছি। আগামী সেপ্টেম্বরে ভারত সফরে যাব; বেঙ্গালুরুতে প্রস্তুতি ম্যাচ খেলব। এরপর এশিয়া কাপের দল চূড়ান্ত করা হবে।”

চীন সফরের দল: অসীম গোপ, আবু সাইদ নিপ্পন, রেজাউল করিম বাবু, সারোয়ার হোসেন, পুস্কর ক্ষীসা মিমো, ফরহাদ হোসেন সিটুল, রুম্মন হোসেন, মইনুল ইসলাম কৌশিক, মামুনুর রহমান, নাইম উদ্দিন, রাসেল মাহমুদ জিমি, আশরাফুল ইসলাম, মিলন হোসেন, খোরশেদুর রহমান, আরশাদ হোসেন, ইমরান হোসেন পিন্টু, হাসান জুবায়ের নিলয়, দ্বীন ইসলাম ইমন, সোহানুর রহমান সবুজ, মাহাবুব হোসেন, ফজলে হোসেন রাব্বী, মোহাম্মদ মহসিন।