বার্সার কাছে হেরে উদ্বিগ্ন নন জিদান

চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে হেরেও উদ্বিগ্ন নন জিনেদিন জিদান। রিয়াল মাদ্রিদ কোচের সব ভাবনা এখন ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে উয়েফা সুপার কাপ নিয়ে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2017, 11:02 AM
Updated : 30 July 2017, 12:29 PM

ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে যুক্তরাষ্ট্রের মায়ামিতে বার্সেলোনার কাছে ৩-২ গোলে হেরেছে রিয়াল।

এই নিয়ে প্রস্তুতিমূলক এ টুর্নামেন্টে নিজেদের তিন ম্যাচের সবকটিতেই হারলো স্প্যানিশ চ্যাম্পিয়নরা। এর আগে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে টাইব্রেকারে ও ম্যানচেস্টার সিটির কাছে ৪-১ গোলে হেরেছিল লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ীরা।

তবে এই ব্যর্থতায় হতাশ হওয়ার কিছু দেখছেন না জিদান। তার নজর এখন আগামী সপ্তাহে হতে যাওয়া ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে উয়েফা সুপার কাপ।

"এই পরাজয়ে আমি চিন্তিত নই। এটা সবসময়ই কষ্টের, আমরা হারতে পছন্দ করি না। কিন্তু এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু নয়। আমাদের উন্নতি করা দরকার এবং কিছু বিষয় পরিবর্তন করা দরকার।"

"এটা প্রাক-মৌসুম। যেসব ফল পেয়েছি তা আমরা প্রত্যাশা করিনি। তবে তাতে কিছুই পাল্টাইনি।"

"৮ অগাস্টের জন্য প্রস্তুত হওয়াটা এখন গুরুত্বপূর্ণ বিষয়। মাঠে আমি ভালো কিছু দেখেছি। আবার কিছু বিষয় আমার পছন্দ হয়নি। আমাদের ধৈর্য ধরতে হবে; কঠোর পরিশ্রম করতে হবে এবং উয়েফা সুপার কাপের জন্য প্রস্তুত হতে হবে।"