মাঠের লড়াই সমানে সমান হবে বলে বিশ্বাস রোমা কোচের।
ফ্রান্সের কিছু গণমাধ্যমের সর্বশেষ খবর, ব্যক্তিগত বিষয়গুলোতে পিএসজির সঙ্গে এরই মধ্যে সমঝোতায় পৌঁছেছেন নেইমার। আগামী সোমবার নাগাদ প্যারিসের ক্লাবটির সঙ্গে চুক্তি সেরেও ফেলতে পারেন তিনি।
আগে থেকেই গুঞ্জন চলছে, নেইমারকে কিনতে তার বাই আউট ক্লজের ২২ কোটি ২০ লাখ ইউরো দিতে প্রস্তুত পিএসজি। তবে খরচ কমাতে বার্সেলোনাকে আনহেল দি মারিয়াকে দিয়ে দেওয়ার প্রস্তাব পিএসজি দিতে পারে বলে শোনা যাচ্ছে। কিন্তু বার্তোমেউ পরিষ্কার করে জানিয়ে দিলেন, বাই-আউট ক্লজের চেয়ে একটু কমও গ্রহণযোগ্য হবে না।
ইএসপিএনকে তিনি বলেন, “তাদের বাই আউট ক্লজের পুরো অর্থ পরিশোধ করতে হবে, একেবারে শেষ পয়সাটা পর্যন্ত।”
“আমরা চাই নেইমার থাকুক। তবে এখানে ক্লজের বিষয় আছে। তাই সে যদি যেতে চায় তাহলে তারা এই পরিমাণ অর্থ দিক আর সে চলে যাক।”