এমবাপের জন্য রিয়ালের দরজা খোলা

কিলিয়ান এমবাপেকে রিয়াল মাদ্রিদে স্বাগত জানাতে প্রস্তুত অধিনায়ক সের্হিও রামোস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 July 2017, 11:28 AM
Updated : 29 July 2017, 03:49 PM

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মোনোকোর তরুণ ফরোয়ার্ডকে কিনতে ১৮ কোটি ইউরো খরচ করতে প্রস্তুত লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ক্লাবটি।

১৮ বছর বয়সী ফ্রান্সের এই খেলোয়াড়কে নিতে ম্যানচেস্টার সিটি ও পিএসজিও আগ্রহী বলে গুঞ্জন আছে।

যুক্তরাষ্ট্রের মায়ামিতে বাংলাদেশ সময় রোববার সকাল ছয়টায় ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল। ম্যাচটির আগের দিন সংবাদ সম্মেলনে রামোস বলেন, “এটা আমার কোনো সিদ্ধান্ত নয়। এমবাপের মধ্যে দারুণ সম্ভাবনা আছে। বর্তমানে তার মতো তরুণ খেলোয়াড় নেই। সামনে আমাদের গুরুত্বপূর্ণ একটি বছর এবং আমাদের দলে দারুণ সব খেলোয়াড় আছে।... সে রিয়াল মাদ্রিদে আসতে চাইলে দরজা খোলা থাকবে।”

গত মৌসুমে পিএসজিকে টপকে মোনাকোর লিগ ওয়ান জয়ে বড় অবদান ছিল এমবাপের। দলটির হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ২৬টি গোল করেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালেও উঠেছিল ক্লাবটি।