বার্সার ‘টার্গেট’ দিবালা ইউভেন্তুসেই থাকতে চান

পাওলো দিবালাকে পেতে বার্সেলোনা আগ্রহী বলে গণমাধ্যমে গুঞ্জন আছে। তবে আর্জেন্টিনার এই ফরোয়ার্ড ইউভেন্তুসেই থেকে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 July 2017, 12:54 PM
Updated : 27 July 2017, 12:54 PM

কয়েকটি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নেইমারকে নিতে জোর চেষ্টা চালাচ্ছে পিএসজি। লক্ষ্য পূরণে তার বাই আউট ক্লজের ২২ কোটি ২০ লাখ ইউরো দিতেও প্রস্তুত ফরাসি ক্লাবটি। শেষ পর্যন্ত সেটা সত্যি হলে তার শূন্যতা পূরণে নাকি দিবালাকে পেতে চায় বার্সেলোনা।

২০১৫ সালে ইউভেন্তুসে যোগ দেওয়ার পর থেকে দারুণ পারফরম্যান্সে নজর কেড়েছেন এই ফরোয়ার্ড। তুরিনের ক্লাবটির হয়ে এ পর্যন্ত দুটি সেরি আ শিরোপা জিতেছেন। গত মৌসুমে দলকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার।

এখন দেখার বিষয়, কাতালান ক্লাবটির আগ্রহের কেন্দ্রে থাকা দিবালাকে ইউভেন্তুস ধরে রাখতে পারে কি-না। অবশ্য ২৩ বছর বয়সী এই খেলোয়াড় আপাতত তুরিনেই থেকে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

প্রস্তুতিমূলক টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে পিএসজির বিপক্ষে ৩-২ গোলে জিতেছে ইউভেন্তুস। এই জয়ের পর ক্লাবের ওয়েবসাইটে দিবালা বলেন “আমি এখানে সুখে আছি।”

“আমি ইউভেন্তুসে দারুণ আছি। আসছে মৌসুমটাকে সাফল্যমণ্ডিত করতে আমি আমার সেরাটা দিয়ে অনুশীলন করব।”