সিটিতে যোগ দিয়ে বিশ্বের সবচেয়ে দামি ডিফেন্ডার মঁদি

পাঁচ কোটি ৫২ লাখ পাউন্ড দিয়ে বাঁজামাঁ মঁদিকে কিনেছে ম্যানচেস্টার সিটি। ট্রান্সফার ফির এই অঙ্ক ফ্রান্সের এই ফুটবলারকে বিশ্বের সবেচেয়ে দামি ডিফেন্ডারে পরিণত করেছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 July 2017, 02:13 PM
Updated : 24 July 2017, 03:43 PM

২৩ বছর বয়সী এই ডিফেন্ডারের সঙ্গে পাঁচ বছরের চুক্তির খবরটি সোমবার নিজেদের ওয়েবসাইটে জানায় প্রিমিয়ার লিগের ক্লাবটি।

এবারের দল বদলে নতুন খেলোয়াড় কেনায় সিটির ব্যয় ২০ কোটি পাউন্ড ছাড়িয়ে গেলো।

১৭ বছরের মধ্যে গত মৌসুমে প্রথমবারের মতো মোনাকোর লিগ ওয়ান জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন মঁদি। সব প্রতিযোগিতা মিলিয়ে এই সময়ে ক্লাবটির হয়ে ৩৪টি ম্যাচ খেলেন তিনি।

দল বদলের এই মৌসুমে এর আগে ইংল্যান্ডের কাইল ওয়াকার (সাড়ে ৪ কোটি), পর্তুগালের মিডফিল্ডার বের্নার্দো সিলভা (৪ কোটি ৩০ লাখ), ব্রাজিলিয়ান গোলকিপার এদেরসন মোরায়েস (সাড়ে ৩ কোটি),  ডিফেন্ডার দানিলোকে (২ কোটি ৬৫ লাখ) পাউন্ডে দলে টেনেছে সিটি।