৬ রাউন্ডের লড়াই ২ রাউন্ডেই শেষ করে দিলেন বাংলাদেশের বক্সার সুরো কৃষ্ণ চাকমা।
গণমাধ্যমের খবর অনুযায়ী, নেইমারকে নিতে তার বাই আউট ক্লজের ২২ কোটি ২০ লাখ ইউরো দিতে প্রস্তুত পিএসজি। নেইমার নিজেও নাকি ফ্রান্সে পাড়ি জমাতে চান।
বার্সেলোনা অবশ্য নেইমারকে ধরে রাখতে মরিয়া। শনিবার ইউভেন্তুসের বিপক্ষে ম্যাচ শেষে কোচ এরনেস্তো ভালভেরদে জানান, তার বিশ্বাস নেইমার থাকবেন। নেইমারের জোড়া গোলেই ম্যাচটি ২-১ ব্যবধানে জিতে কাতালান ক্লাবটি।
ক্লাব সভাপতি জোজেপ মারিয়া বার্তোমেউও একইরকম আশাবাদী। দলের অন্যান্য খেলোয়াড়দেরও বিশ্বাস, নেইমার তাদের সঙ্গেই থাকবেন। তবে নিজ দলের প্রসঙ্গে কিংবা প্রতিপক্ষের বিষয়ে অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময় সরব পিকের কথা বেশ গুরুত্ব বহন করে।
২৬ বছর বয়সী নেইমার অবশ্য এ বিষয়ে এখন পর্যন্ত পরিষ্কার করে কিছু জানাননি।