‘পিএসজিকে পরের ধাপে নিতে পারে নেইমার’

পিএসজির সাবেক কোচ লরাঁ ব্লাঁর বিশ্বাস, বার্সেলোনা থেকে নেইমারকে আনতে পারলে ফ্রান্সের দলটি আগামীতে ইউরোপের অন্যতম সেরা হবে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 July 2017, 08:24 AM
Updated : 24 July 2017, 01:08 PM

কদিন ধরে গুঞ্জন চলছে, বাই আউট ক্লজের ২২ কোটি ২০ লাখ ইউরো দিয়ে নেইমারকে দলে টানতে পারে পিএসজি। অবশ্য বার্সেলোনা কোচ এরনেস্তো ভালভেরদে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে রেখে দেওয়ার কথা পরিষ্কার জানিয়ে দিয়েছেন।

লিওনেল মেসি-লুইস সুয়ারেসরাও নেইমারকে থেকে যাওয়ার অনুরোধ করেছেন বলেও খবর এসেছে গণমাধ্যমে। ওদিকে চিয়াগো সিলভা জাতীয় দলের সতীর্থকে পিএসজিতেও সতীর্থ হিসেবে চাওয়ার কথা জানিয়েছেন।

এমন পরিস্থিতির মধ্যে নেইমার ইস্যুতে কথা বললেন ২০১৩ থেকে ২০১৬ পর্যন্ত পিএসজির দায়িত্বে থাকা ব্লাঁ।

“পিএসজি ইউরোপের বড় ক্লাব হতে চায়। এই ক্লাবের অবিশ্বাস্য আর্থিক সম্ভাবনা আছে। নেইমারের পর্যায়ের খেলোয়াড় পেলে পিএসজি আগামীতে ইউরোপের বড় ক্লাব হতে পারে।”

“নেইমার বা অন্যরা থাকলেও চ্যাম্পিয়ন্স লিগ জিততে সময় লাগবে। শুধু অঢেল অর্থ ব্যয় করে আপনি এই প্রতিযোগিতায় জিততে পারবেন না। ফুটবলে এভাবে কিছু হয় না।”

বাস্তবতা মনে করিয়ে দিলেও পিএসজি একদিন ইউরোপ সেরার মুকুট জিতবে বলেও বিশ্বাস করেন সাবেক এই কোচ।

“খুবই দ্রুত পিএসজি বেড়ে উঠছে। এই দলটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং একদিন তারা চ্যাম্পিয়ন্স লিগ জিতবে।”

চলমান গুঞ্জনের মধ্যেই ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে গত শনিবার নেইমারের নৈপুণ্যে ইউভেন্তুসকে ২-১ গোলে হারায় বার্সেলোনা।