সিটিকে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতাতে চান দানিলো

রিয়াল মাদ্রিদ থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়া দানিলো ক্লাবটির চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার জন্য দীর্ঘ দিনের অপেক্ষা ঘোচাতে চান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2017, 04:25 PM
Updated : 23 July 2017, 04:27 PM

ব্রাজিলের এই রাইট-ব্যাক পাঁচ বছরের জন্য সিটিতে যোগ দিয়েছেন। ক্লাবটির সঙ্গে রোববার সেরেছেন চুক্তির আনুষ্ঠানিকতা। ধারণা করা হচ্ছে রক্ষণভাগের এই খেলোয়াড়কে দলে টানতে দুই কোটি ৬৫ লাখ পাউন্ড খরচ হচ্ছে সিটির।

২০১৫ সালে পোর্তো থেকে রিয়ালে এসে প্রথম মৌসুমেই চ্যাম্পিয়ন্স লিগ জেতেন দানিলো। গত মৌসুমেও দলটির হয়ে এই শিরোপা ধরে রাখার পাশাপাশি জিতেন লা লিগা, ফিফা ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপ।   

২০১৬ সালে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের দুই লেগেই রিয়ালের কাছে হারতে হয় সিটিকে। ১৯৭০ সালের পর ইউরোপিয়ান কোনো টুর্নামেন্টের শিরোপা জেতেনি সিটি।

সিটির ওয়েবসাইটে দানিলো বলেন, “আমি এই চ্যালেঞ্জের জন্য মুখিয়ে আছি। ম্যানচেস্টার সিটির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিততে চাই।”

সিটিতে আসার ক্ষেত্রে কোচ পেপ গুয়ার্দিওলার প্রভাব ছিল বলে জানান দানিলো, “আমি তার সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি। (সিটিতে আসার ক্ষেত্রে) তিনি একটি কারণ ছিলেন।”