সিটিতে রিয়ালের দানিলো

রিয়াল মাদ্রিদ থেকে পাঁচ বছরের জন্য ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছেন দানিলো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2017, 11:01 AM
Updated : 24 July 2017, 01:50 PM

ধারণা করা হচ্ছে, ২৬ বছর বয়সী ব্রাজিলিয়ান এই ডিফেন্ডারকে দলে টানতে দুই কোটি ৬৫ লাখ পাউন্ড খরচ হচ্ছে সিটির।

দলবদলের এই মৌসুমে এরই মধ্যে ইংল্যান্ডের কাইল ওয়াকার (সাড়ে ৪ কোটি পাউন্ড), পর্তুগালের মিডফিল্ডার বের্নার্দো সিলভা (৪ কোটি ৩০ লাখ) ও ব্রাজিলিয়ান গোলকিপার এদেরসন মোরায়েসকে (সাড়ে ৩ কোটি) দলে টেনেছে সিটি। দানিলো যোগ দেওয়ার পর খেলোয়াড় কেনায় এরই মধ্যে প্রায় ১৫ কোটি পাউন্ড খরচ করে ফেলল ম্যানচেস্টারের ক্লাবটি।

ম্যানচেস্টার সিটির ওয়েবসাইটে রিয়ালে ফুল-ব্যাক হিসেবে ও মিডফিল্ডে খেলা দানিলো জানান, পেপ গুয়ার্দিওলার অধীনে খেলার জন্য মুখিয়ে আছেন।

 

“অন্য ক্লাবেরও (আমার প্রতি) আগ্রহ ছিল, কিন্তু সবসময় আমার আকাঙ্ক্ষা ছিল পেপ গুয়ার্দিওলার অধীনে খেলা।”

২০১৫ সালে পোর্তো থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া দানিলো গত মৌসুমে লা লিগার ১৭ ম্যাচে শুরুর একাদশে ছিলেন। সান্তিয়াগো বের্নাবেউয়ে দুই বছরে লা লিগা, দুটি চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতেছেন এই ডিফেন্ডার।