শুক্রবার শুরু জাতীয় সামার অ্যাথলেটিক্স

পুরুষ ও মহিলা মিলিয়ে প্রায় ৬০০ অ্যাথলেট নিয়ে আগামী শুক্রবার শুরু হচ্ছে জাতীয় সামার অ্যাথলেটিক্সের ত্রয়োদশ আসর।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 July 2017, 11:32 AM
Updated : 20 July 2017, 11:32 AM

বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে জানায়, ৬৪ জেলা, আটটি বিভাগ, বিশ্ববিদ্যালয়, শিক্ষাবোর্ড, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ও বাহিনীর দলগুলোর অ্যাথলেটরা এবারের প্রতিযোগিতায় অংশ নেবে।

দুই দিন ব্যাপী এই প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা বিভাগে মোট ৩৬টি ইভেন্ট হবে। এর মধ্যে পুরুষদের ইভেন্ট ২২টি, মহিলাদের ১৪টি।

প্রতিযোগিতার ব্যয় আনুমানিক সাড়ে সাত লাখ টাকার কথা জানিয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু বলেন, “পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান এনআরবি কমার্শিয়াল ব্যাঙ্ক পাঁচ লাখ টাকা দিচ্ছে। বাকিটা ফেডারেশন বহন করবে।”