রিয়াল ছাড়ার কোনো ইচ্ছা নেই নাভাসের

রিয়াল মাদ্রিদ ছাড়ার কোনো ইচ্ছা নেই কেইলর নাভাসের। জানিয়েছেন, সান্তিয়াগো বের্নাবেউয়ে বেশ ভালো আছেন তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 July 2017, 12:50 PM
Updated : 19 July 2017, 01:00 PM

রিয়াল মাদ্রিদের হয়ে আরও অনেক শিরোপা জিততে চান কোস্টা রিকার এই গোলরক্ষক।

গণমাধ্যমের খবর অনুযায়ী, ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক দাভিদ দে হেয়া, চেলসির থিবো করতোয়া ও এসি মিলানের জানলুইজি দোন্নারুম্মার প্রতি আগ্রহী রিয়াল। ফলে জিনেদিন জিদানের দলে নাভাসের ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে তাতে চিন্তিত নন গত মৌসুমে রিয়ালের লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা নাভাস।

সাংবাদিকদের তিনি বলেন, "দারুণ এই ক্লাবটির অংশ হয়ে আমি খুবই খুশি।" 

"যে বিষয়গুলো সবসময় আমি মনে রাখবো তার একটি হলো সভাপতির সঙ্গে ক্লাবে আমার উপস্থিতির প্রথম দিন। আপনি যখন বিশ্বের সবচেয়ে বড় ক্লাবটিতে আসবেন, তখন তাদের ইতিহাসের অংশ হতে চাইবেন।… ক্লাবটির হয়ে আরও শিরোপা জিততে আমি মুখিয়ে আছি।" 

২০১৪ সালে লেভান্তে থেকে রিয়ালে যোগ দেওয়ার পর দলটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে এই পর্যন্ত ৯৭টি ম্যাচ খেলেছেন নাভাস।