‘নেইমারকে নিতে এত টাকা কেউ দেবে না’

নেইমারকে দলে টানতে গুনতে হবে তার বাই-আউট ক্লজের ২২ কোটি ২০ লাখ ইউরো। এই বিশাল অঙ্কের অর্থ কোনো ক্লাব দিবে না বলেই বিশ্বাস বার্সেলোনার টেকনিক্যাল সেক্রেটারির।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 July 2017, 03:54 PM
Updated : 19 July 2017, 09:59 AM

গত অক্টোবরে নেইমারের সঙ্গে পাঁচ বছরের নতুন চুক্তি করে বার্সেলোনা। সে অনুযায়ী, ব্রাজিলিয়ান তারকার বাই-আউট ক্লজ ২০ কোটি ইউরো থেকে বেড়ে হয়েছে ২২ কোটি ২০ লাখ ইউরো। আগামী ১২ মাসে তা আরও বেড়ে হবে ২৫ কোটি ইউরো। 

নতুন ওই চুক্তির মধ্য দিয়ে শেষ হয় নেইমারের ম্যানচেস্টার ইউনাইটেড বা পিএসজিতে যাওয়ার গুঞ্জন। 

তবে সোমবার স্পেনের ক্রীড়া বিষয়ক সংবাদপত্র স্পোর্ত জানায়, কাতালান ক্লাবটিতে ভালো নেই নেইমার। চলতি বল-বদলের মৌসুমেই নতুন কোনো ক্লাবে চলে যেতে পারেন ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড।

এই খবরে নেইমারের দল-বদলের সম্ভাবনা নিয়ে নতুন করে গুঞ্জন উঠেছে।

সংবাদ সম্মেলনে বার্সেলোনার টেকনিক্যাল সেক্রেটারি রবের্ত ফের্নান্দেসকে প্রশ্ন করা হয়, নেইমারকে ছাড়া বার্সেলোনাকে কল্পনা করতে পারেন তিনি। জবাবে তিনি বলেন, "আমি মনে করি না, এমনটি হবে।"

"কোনো খেলোয়াড়কে হারানো আমাদের উদ্দেশ্য না, ভালো খেলোয়াড়দের ক্ষেত্রে তো নয়ই।… আমাদের দলের কোনো খেলোয়াড়ের জন্য আমরা কোনো প্রস্তাব পাইনি।"

রবের্ত জানান, বার্সেলোনা এমন একজন মিডফিল্ডারকে আনতে চায়, যে মাঝমাঠে তিনটি ভিন্ন ভূমিকাতেই খেলতে পারে।