কোরিয়ায় কৃষ্ণাদের ড্র

দক্ষিণ কোরিয়া সফরের তৃতীয় প্রস্তুতি ম্যাচে পিছিয়ে পড়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ড্র করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 July 2017, 10:44 AM
Updated : 17 July 2017, 10:44 AM

বাংলাদেশ ফুটবল ফেডারেশন সোমবার এক বিজ্ঞপ্তিতে জানায়, হাওয়াচিওন ইনফরমেশন ইন্ডাস্ট্রি হাই স্কুলের মেয়েদের সঙ্গে ২-২ ড্র করে কৃষ্ণা-মার্জিয়ারা।

২৭তম মিনিটে এগিয়ে যাওয়ার পর স্বাগতিকরা ৬৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে নেয়।

৭৩তম মিনিটে বাংলাদেশ ম্যাচে ফেরে সানজিদার গোলে। পাঁচ মিনিট পর শামসুন্নাহার লক্ষ্যভেদ করলে শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়ে গোলাম রব্বানী ছোটনের দল।

আগামী সেপ্টেম্বরে থাইল্যান্ডের এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির জন্য ম্যাচগুলো খেলছে কৃষ্ণা-মৌসুমীরা। আগামী বুধবার চতুর্থ ও শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে মেয়েরা।

প্রথম প্রস্তুতি ম্যাচে কোরিয়ার অনূর্ধ্ব-১৬ দলের কাছে ৬-০ ব্যবধানে হেরে যাওয়া কৃষ্ণারা দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ইয়ুলমাইয়ুন মিডল স্কুলের মেয়েদের ৯-০ গোলে উড়িয়ে দিয়েছিল।