ম্যানসিটিতে ‘সবচেয়ে দামি’ ফুলব্যাক ওয়াকার

টটেনহ্যাম থেকে পাঁচ বছরের চুক্তিতে কাইল ওয়াকারকে নিয়েছে ম্যানচেস্টার সিটি। চুক্তির অঙ্ক ইংলিশ এই খেলোয়াড়কে বিশ্বের সবচেয়ে দামি ফুল-ব্যাকে পরিণত করেছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 July 2017, 04:38 PM
Updated : 14 July 2017, 04:38 PM

বিবিসি জানিয়েছে, সাড়ে চার কোটি পাউন্ড দিয়ে ২৭ বছর বয়সী ওয়াকারকে দলে টেনেছে সিটি। বাড়তি ৫০ লাখ পাউন্ড যোগ হয়ে এই অঙ্ক সব মিলিয়ে পাঁচ কোটি ছুঁতে পারে, যা তাকে নতুন সতীর্থ রাহিম স্টার্লিংকে ছাপিয়ে সবচেয়ে দামি ইংলিশ ফুটবলারেও পরিণত করতে পারে।

হোয়াইট হার্ট লেনে আট বছর কাটানো ওয়াকার টটেনহ্যামের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২২৮ ম্যাচ খেলেন। গোল করেন চারটি। ফ্রান্সের বিপক্ষে গত জুনে ইংল্যান্ডের হয়ে ২৭তম ম্যাচও খেলেন তিনি।

নতুন মিশন নিয়ে দারুণ মুখিয়ে আছেন ওয়াকার। সিটির ওয়েবসাইটে এই ফুল-ব্যাক নতুন গুরু পেপ গুয়ার্দিওলাকে নিয়েও উচ্ছ্বাসের কথা জানান।

“সিটিতে যোগ দিতে পেরে আমি শিহরিত। তাদের হয়ে খেলার জন্য তর সইছে না আমার।”

“পেপ গুয়ার্দিওলা বিশ্বের অন্যতম শ্রদ্ধেয় কোচ। আমি অনুভব করছি, আমার খেলা নতুন পর্যায়ে নিতে তিনি আমাকে সাহায্য করতে পারবেন।”