‘রক্ষণাত্মক ফুটবল খেলবে না বার্সা’

গত মৌসুমের হতাশা মুছে সাফল্য আনতে কৌশলের পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই বার্সেলোনার। দলটির ডিফেন্ডার জেরার্দ পিকে জানিয়েছেন, সাফল্যের জন্য কখনোই তারা বিরক্তিকর, রক্ষণাত্মক ফুটবল খেলবে না।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 July 2017, 03:37 PM
Updated : 13 July 2017, 03:43 PM

গত মৌসুমে তেমন কোনো অর্জন নেই কাতালান ক্লাবটির। ধরে রাখা যায়নি লা লিগার শিরোপা। বিদায় নিতে হয় চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনাল থেকে। শুধু স্প্যানিশ কাপের শিরোপা জিতেই সন্তুষ্ট থাকতে হয় লিওনেল মেসি-আন্দ্রেস ইনিয়েস্তাদের।

তবে সফলতার পথে ফিরতে বার্সেলোনার খেলার ধরনে পরিবর্তনের দরকার আছে বলে মনে করেন না পিকে। টোকিওতে একটি বাণিজ্যিক ইভেন্টে অংশ নিতে এসে তিনি বলেন, “কেবল জেতাই আমাদের দর্শন নয়।”

“এই ক্লাবে জেতা এবং ভালো খেলা গুরুত্বপূর্ণ। তা অর্জন করার মতো খেলোয়াড় আমাদের আছে। আমাদের ম্যাচগুলো হতে হবে দর্শনীয়; আমাদের সমর্থকরা খেলা উপভোগ করতে মাঠে যায়। খুব রক্ষণাত্মক খেলে ১-০ গোলে জয়ের জন্য নয়।”