তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া।
গত মৌসুমে তেমন কোনো অর্জন নেই কাতালান ক্লাবটির। ধরে রাখা যায়নি লা লিগার শিরোপা। বিদায় নিতে হয় চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনাল থেকে। শুধু স্প্যানিশ কাপের শিরোপা জিতেই সন্তুষ্ট থাকতে হয় লিওনেল মেসি-আন্দ্রেস ইনিয়েস্তাদের।
“এই ক্লাবে জেতা এবং ভালো খেলা গুরুত্বপূর্ণ। তা অর্জন করার মতো খেলোয়াড় আমাদের আছে। আমাদের ম্যাচগুলো হতে হবে দর্শনীয়; আমাদের সমর্থকরা খেলা উপভোগ করতে মাঠে যায়। খুব রক্ষণাত্মক খেলে ১-০ গোলে জয়ের জন্য নয়।”