
শক্তি বাড়াতে আরও খেলোয়াড় কিনবে বার্সা
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Jul 2017 09:22 PM BdST Updated: 13 Jul 2017 09:33 PM BdST
দলবদলের এই মৌসুমে বার্সেলোনা দুই-তিন জন নতুন খেলোয়াড় কিনবে বলে জানিয়েছেন ক্লাবটির সভাপতি জোজেপ মারিয়া বার্তোমেউ।
ব্রাজিলের মিডফিল্ডার লুকাস লিমাকে দলে টানতে এরই মধ্যে সমঝোতায় পৌঁছেছে বার্সেলোনা। তবে এখনই নয়, স্বদেশের ক্লাব সান্তোসের সঙ্গে চুক্তি শেষে আগামী জানুয়ারিতে কাম্প নউয়ে আসবেন ২৬ বছর বয়সী এই খেলোয়াড়।
এছাড়া গত সপ্তাহে বার্তোমেউ পিএসজির মিডফিল্ডার মার্কো ভেরাত্তির প্রতি আগ্রহের কথা জানান। আর বৃহস্পতিবার গণমাধ্যমে খবর আসে, বেনফিকার পর্তুগিজ রাইট-ব্যাক নেলসন সমেদোর ব্যাপারে আলোচনা করতে লিসবনে গেছেন বার্সেলোনার ক্রীড়া পরিচালক রবের্ত ফের্নান্দেস।
গত মৌসুমটা ভালো কাটেনি বার্সেলোনার। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে লা লিগা শিরোপা হারায় এবং চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনাল থেকে ছিটকে পড়ে তারা। শক্তি বাড়াতে নতুন খেলোয়াড় কেনার পরিকল্পনা থাকলেও নিজেদের বর্তমান দল নিয়ে সন্তুষ্ট বার্তোমেউ।

“এরপর আছে ‘বি’ দল থেকে উঠে আসা খেলোয়াড়। ভালভেরদে অ্যাকাডেমির খেলোয়াড়দের দেখতে চান, আমার সঙ্গে আলাপকালে তেমনটাই বলেছিলেন তিনি।”
“এটা সত্যি যে, দলের আরও উন্নতির জন্য কিছু ছোঁয়া দরকার। সমর্থকদের সেটাই ভাবাচ্ছে। সবাই জিজ্ঞাসা করে, ‘কে আসছে? কে আসছে না?’ কারণ এই বিষয় আসলেই উত্তেজনা জাগায়।”
“আমরা এই বিষয়ে কাজ করছি। ক্লাবের বাইরে থেকে দুই তিন জন খেলোয়াড় আসবে। দল-বদলের এখনও অনেক সময় বাকি। অগাস্টের শেষ পর্যন্ত আমাদের সময় আছে। ধৈর্য ধরুন।”
আরও পড়ুন
WARNING:
Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
সর্বাধিক পঠিত
- এসএ গেমস: দাপুটে জয়ে সোনা জিতল ছেলেরা
- হাকিমপুরী জর্দা বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ
- ক্যারিবিয়ান ঝড়ে উড়ে গেল ভারত
- ১৯ সোনায় নতুন চূড়ায় বাংলাদেশ
- বোপারা-রাসেলদের দলে পেয়ে রোমাঞ্চিত রাজশাহী কোচ
- বৈশ্বিক ক্রীড়া আসরে ৪ বছর নিষিদ্ধ রাশিয়া
- ‘ধর্ষণের শিকার মেয়েকে চুপ থাকতে বলেছিলেন’ অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী
- ইলিয়াস কাঞ্চনের ‘মুখোশ’ খুলবেন শাজাহান খান
- চলে গেলেন অভিজিতের বাবা অজয় রায়
- একাডেমি মাঠে চোট-শঙ্কা, বিস্মিত রংপুর কোচ