মৌসুমের গুরুত্বপূর্ণ এই সময়ে বায়ার্ন মিউনিখের এভাবে কোচ বদলের ঘটনা অবাক করেছে অনেককে।
বেশ কিছুদিন ধরে ইন্টারের সঙ্গে যোগাযোগ ছিল পিএসজির হয়ে দুই মৌসুম খেলা দি মারিয়ার। তবে ইন্টারের ক্রীড়া পরিচালক পিয়েরো আউসিলিওর কথায় বোঝা যাচ্ছে, আর্জেন্টিনার মিডফিল্ডারকে কেনার চেষ্টা বাদ দিয়েছে তারা।
কারণ হিসেবে আউজিলিও জানিয়েছেন, তার দলের সবচেয়ে দামি খেলোয়াড়ের চেয়ে তিন-চার গুণ বেশি বেতন পিএসজিতে পান দি মারিয়া। ২৯ বছর বয়সী এই খেলোয়াড়ের মূল্যও ইন্টারের সীমার বাইরে। তাই দল গঠনে যৌক্তিক পথে হাঁটতে চায় তারা।
দি মারিয়ার প্রসঙ্গে স্কাই ইতালিয়াকে আউসিলিও বলেন, “স্বপ্নগুলো সুন্দর, কারণ এগুলো অর্জন করা যায়।...আপনি ওইসব খেলোয়াড়কে আনার কথা ভাবতে পারেন না যারা আমাদের সেরা খেলোয়াড়ের তিন-চার গুণের চেয়েও বেশি বেতন পায়।”