ম্যান সিটি ও গুয়ার্দিওলার কাছে ক্ষমাপ্রার্থী আলভেস

ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার সম্ভাবনা দূরে ঠেলে পিএসজিতে নাম লেখানোর পর পেপ গুয়ার্দিওলা ও তার ক্লাবের কাছে ক্ষমা চেয়েছেন দানি আলভেস। জানিয়েছেন, চ্যাম্পিয়ন হওয়ার জন্যেই ফ্রান্সে এসেছেন তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 July 2017, 10:16 AM
Updated : 13 July 2017, 10:27 AM

প্রিমিয়ার লিগের ক্লাব সিটিতে আলভেসের যোগ দেওয়া নিয়ে সংবাদ মাধ্যমে ছিল জোরালো গুঞ্জন। কিন্তু ক্লাবটিতে না গিয়ে বুধবার পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তি করেন ৩৪ বছর বয়সী এই রাইট ব্যাক।

পিএসজিতে চুক্তিবদ্ধ হওয়ার পর সংবাদ সম্মেলনে আলভেস বলেন, "এতে যদি পেপ গুয়ার্দিওলা ও ম্যানচেস্টার সিটি আঘাত পেয়ে থাকে, আমি দুঃখিত…একজন চ্যাম্পিয়ন হতে আমি এখানে এসেছি।"

গত মৌসুমে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থেকে লিগ ওয়ান শেষ করে পিএসজি। আর চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় বার্সেলোনার সঙ্গে দুই লেগের রোমাঞ্চকর লড়াইয়ে ৬-৫ গোলে হেরে যায় দলটি।

বার্সেলোনার হয়ে ছয়টি লা লিগা ও তিনটি চ্যাম্পিয়ন্স লিগসহ অনেক শিরোপা জয়ের অভিজ্ঞতা পিএসজিতেও কাজে লাগাতে চান আলভেস।

"আমি তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পেয়েছি। এখানে আমি আমার অভিজ্ঞতা নিয়ে আসতে চাই।"   

বার্সেলোনা ও বাজিলের সাবেক সতীর্থ মাক্সওয়েল পিএসজিতে আসার উৎসাহ জুগিয়েছে বলে জানিয়েছেন আলভেস। ক্লাবটির হয়ে সামর্থ্যের সবটুকু দিয়ে খেলার জন্য প্রস্তুত গত মৌসুমে ইউভেন্তুসের হয়ে সেরি আ ও ইতালিয়ান কাপ জয় করা আলভেস।

"আমি ক্রমাগত নতুন দিগন্ত উন্মোচন করতে চাই। মানসিক দিক থেকে আমি এখনও তরুণ।
 যতদিন তরুণ থাকবো, ততদিন আমি লড়াই চালিয়ে যাবো।"