বায়ার্নে বড় স্বপ্ন দেখছেন রদ্রিগেস

বায়ার্ন মিউনিখের হয়ে বড় কিছু করার স্বপ্ন দেখছেন হামেস রদ্রিগেস। মুখিয়ে আছেন বুন্ডেসলিগার ক্লাবটিতে ক্যারিয়ার শুরু করতে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 July 2017, 01:03 PM
Updated : 12 July 2017, 01:03 PM

রিয়াল মাদ্রিদ থেকে আগামী দুই বছর ধারে বায়ার্নে খেলবেন রদ্রিগেস। চুক্তি অনুযায়ী ২৫ বছর বয়সী এই খেলোয়াড়কে ধারের মেয়াদ শেষে জার্মান ক্লাবটি কিনতে পারবে।

জার্মান চ্যাম্পিয়নদের সঙ্গে বুধবার এই মিডফিল্ডার আনুষ্ঠানিকভাবে চুক্তিতে সই করবেন। এদিন কলম্বিয়ার এই খেলোয়াড়ের ২৬তম জন্মদিন।

বায়ার্ন টিভিকে রদ্রিগেজ বলেন, “আমি খুবই খুশি। বিশাল একটি ক্লাব এবং দারুণ একটি দলের অংশ হতে মুখিয়ে আছি আমি।”

“এটা নতুন একটি সংস্কৃতি, নতুন একটি ক্লাব, নতুন একটি জীবন। কিন্তু আমি খুবই উদগ্রীব হয়ে আছি। আমি বড় স্বপ্ন দেখছি। এখানে দারুণ সাফল্যের আশা করছি।”

২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে দুর্দান্ত নৈপুণ্য দেখানোর পর রিয়ালের নজর কাড়েন রদ্রিগেস। ওই বছরই মোনাকো থেকে স্পেনের সবচেয়ে সফল ক্লাবটিতে নাম লেখান তিনি। ক্লাবটির হয়ে খেলে তিন বছরে জিতেছেন দুটি চ্যাম্পিয়ন্স লিগ ও একটি লা লিগা শিরোপা।

কিন্তু জিনেদিন জিদান কোচ হওয়ার পর থেকে রিয়ালে উপেক্ষিত হচ্ছিলেন আক্রমণাত্মক এই মিডফিল্ডার। জায়গা পাচ্ছিলেন না দলের শুরুর একাদশে।

গত মৌসুমে মাত্র ১৩টি ম্যাচে রিয়ালের শুরুর একাদশে ছিলেন তিনি। এমনকি ইউভেন্তুসের বিপক্ষে ৪-১ গোলে জেতা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জিদানের ১৮ জনের স্কোয়াডেও জায়গা পাননি।

রদ্রিগেসকে পাওয়ায় দগলাস কস্তাকে ছেড়ে দিচ্ছে বায়ার্ন। ব্রাজিলের ২৬ বছর বয়সী এই উইঙ্গার যোগ দিতে যাচ্ছেন ইউভেন্তুসে।