নেপালে প্রস্তুতি ম্যাচে যুবাদের হার

প্রস্তুতি ম্যাচে নেপালের অনূর্ধ্ব-২৩ দলের কাছে ১-০ গোলে হেরেছে যুবারা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 July 2017, 12:23 PM
Updated : 11 July 2017, 12:23 PM

ললিতপুরে এএনএফএ কমপ্লেক্সে মঙ্গলবার ম্যাচের ২০তম মিনিটে এগিয়ে যায় নেপাল। অঞ্জন বিস্তার বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে নিখুঁত শটে গোলরক্ষককে পরাস্ত করেন বিমল ঘারতি মাগার। এ গোলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য গড়ে দেয়।

প্রথমার্ধে প্রতিপক্ষ গোলরক্ষককে তেমন কোনো পরীক্ষা নিতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। ৩৭তম মিনিটে ডান দিকে থেকে জাফর ইকবালের বাড়ানো ক্রসে গোলমুখ থেকে কেউ দরকারি টোকা দিতে না পারায় নষ্ট হয় ভালো সুযোগটি।

৭৪তম মিনিটে মোহাম্মদ খালেকুরজ্জামানকে তুলে নিয়ে জুয়েল রানাকে নামান কোচ। কিন্তু গোল অধরাই থেকে যায় বাংলাদেশের।

যোগ করা সময়ে নেপাল প্রচণ্ড চাপ দেয় বাংলাদেশের রক্ষণে। গোলের ভালো দুটো সুযোগও পায় তারা। তবে বিশ্বাস শ্রেষ্ঠারা ব্যবধান বাড়াতে না পারলেও জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। 

ফিলিস্তিনের এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব সামনে রেখে দেশের বাইরে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলল যুবারা। আগামী ‍বৃহস্পতিবার কাতারে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।