রোমাঞ্চ ছড়িয়ে বিদায় নাদালের

প্রথম দুই সেটে হারের পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে রোমাঞ্চকর জয়ের সম্ভাবনা জাগান রাফায়েল নাদাল। কিন্তু নাটকীয়তায় ভরা পঞ্চম সেটে শেষটা সুখকর হয়নি তার; জিল মুলারের কাছে হেরে শেষ হয়ে গেছে স্প্যানিশ তারকার তৃতীয় উইম্বলডন জয়ের স্বপ্ন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 July 2017, 08:04 PM
Updated : 10 July 2017, 08:23 PM

সোমবার শেষ ষোলোর এ ম্যাচের প্রথম দুই সেট বেশ সহজেই জিতে নেন লুক্সেমবার্গের মুলার। পরের দুই সেট ঠিক একইরকম ভাবে জিতে লড়াই জিইয়ে রাখেন স্পেনের নাদাল।

এরপরই শুরু মহাকাব্যিক পঞ্চম সেটের। চার ঘণ্টা ৪৭ মিনিট স্থায়ী ম্যাচটির শেষ সেটেই লাগলো দুই ঘণ্টার বেশি সময়; যার নিষ্পত্তি ১৫-১৩ গেমে! স্নায়ুক্ষয়ী লড়াইটি শেষ পর্যন্ত ৬-৩, ৬-৪, ৩-৬, ৪-৬, ১৫-১৩ গেমে জিতে যান ষষ্ঠদশ বাছাই মুলার।

শেষ আটে ৩৪ বছর বয়সী মুলারের প্রতিপক্ষ সপ্তম বাছাই ক্রোয়েশিয়ার মারিন সিলিচ।

সহজ জয়ে উইম্বলডনে রেকর্ড অষ্টম শিরোপা জয়ের লক্ষ্যে আরেক ধাপ এগিয়েছেন রজার ফেদেরার। এক ঘণ্টা ৩৮ মিনিট স্থায়ী লড়াইয়ে বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভকে ৬-৪, ৬-২, ৬-৪ গেমে হারিয়েছেন সুইস তারকা।

১৮টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী ফেদেরার শেষ আটে খেলবেন কানাডার মিলোস রাওনিচের বিপক্ষে।

খুব একটা ঘাম ঝরাতে হয়নি অ্যান্ডি মারেকেও। এই ব্রিটিশ তারকার বিপক্ষে প্রথম সেটে ফ্রান্সের বেনোয়া পের ভালো প্রতিদ্বন্দ্বিতা গড়লেও ছন্দ ধরে রাখতে পারেননি।

পরের দুই সেটে দারুণ খেলে ৭-৬, ৬-৪, ৬-৪ গেমে জয় তুলে নেন শীর্ষ বাছাই ও গতবারের চ্যাম্পিয়ন মারে।

বুধবার সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে ২৪তম বাছাই যুক্তরাষ্ট্রের স্যাম কুয়েরির বিপক্ষে খেলবেন তিনটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী মারে।

পুরুষ এককের শেষ আটে আরও উঠেছেন চেক প্রজাতন্ত্রের টমাস বের্দিচ।