পিএসজির ভেরাত্তিকে চায় বার্সা

মার্কো ভেরাত্তিকে চায় বার্সেলোনা। তবে ইতালির এই খেলোয়াড়কে পিএসজি বিক্রি করতে চায় না বলে জানিয়েছেন কাতালান ক্লাবটির সভাপতি জোজেপ মারিয়া বার্তোমেউ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 July 2017, 01:30 PM
Updated : 7 July 2017, 01:30 PM

গত কয়েক সপ্তাহ ধরে গুঞ্জন, চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির ব্যর্থতার কারনে কাম্প নউয়ে আসতে চাচ্ছেন মিডফিল্ডার ভেরাত্তি।

বার্সেলোনার সভাপতিও জানালেন, লা লিগায় আসতে প্রস্তুত ভেরাত্তি। কিন্তু পিএসজিতে ২৪ বছর বয়সী এই খেলোয়াড়ের চুক্তিতে রিলিজ ক্লজ না থাকায় কিছু করতে পারছে না বার্সেলোনা।

মুন্দো দেপোর্তিভোকে বার্তোমেউ বলেন, “আমরা জানি, এই খেলোয়াড় (ভেরাত্তি) বার্সায় আসতে চায়। কিন্তু যখনই পিএসজিকে আলোচনায় ডাকি এবং ক্লাব সভাপতির (নাসের আল-খেলাইফি) সঙ্গে কথা বলি; তিনি বলেন, সে বিক্রির জন্য নয় এবং কোনো রিলিজ ক্লজও নেই।”