কাতারে প্রস্তুতি ম্যাচ খেলবে যুবারা

এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে খেলতে ফিলিস্তিন যাওয়ার আগে দুটি বিদেশি দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা ছিল। প্রতিপক্ষও ঠিক হয়ে ছিল নেপাল ও শ্রীলঙ্কার আর্মি দল। তবে শ্রীলঙ্কা সিদ্ধান্ত বদল করায় কাতারের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে অ্যান্ড্রু অর্ডের দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 July 2017, 03:32 PM
Updated : 6 July 2017, 03:32 PM

আগামী ১৯ জুলাই ফিলিস্তিনে শুরু হবে এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব। বাংলাদেশের সঙ্গে ‘ই’ গ্রুপে আছে জর্ডান, তাজিকিস্তান ও স্বাগতিক ফিলিস্তিন।

টিম ম্যানেজার সত্যজিৎ দাস রুপু সাংবাদিকদের জানান, শ্রীলঙ্কা আর্মি দল না আসায় প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ বদল হয়েছে।

“প্রস্তুতি ম্যাচের পরিকল্পনায় কিছুটা বদল এসেছে। অভ্যন্তরীন সমস্যার কারণে শ্রীলঙ্কা আর্মি দল আসছে না। এখন দল কাতারে যাবে এবং সেখানে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে।”

এর আগে ১১ জুলাই নেপালের অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে কাঠমাণ্ডুতে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে যুবারা।