এশিয়া কাপ হকিতে ষষ্ঠ হওয়ার চ্যালেঞ্জ কোচের

ঈদের আগে একদফা প্রস্তুতি নেওয়া হয়েছে। ঈদের পর নতুন করে এশিয়া কাপ হকির প্রস্তুতি শুরু করেছেন বাংলাদেশ দলের কোচ মাহবুব হারুন। হাত থাকা মাস তিনেকের মধ্যে শিষ্যদের প্রস্তুত করে আট দলের প্রতিযোগিতায় অন্তত ষষ্ঠ হওয়ার চ্যালেঞ্জ নিয়েছেন তিনি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 July 2017, 05:53 AM
Updated : 6 July 2017, 05:53 AM

আগামী ১২ অক্টোবরে মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে শুরু হবে এশিয়া কাপের পরের আসর। ১৯৮৫ সালের পর এই প্রথম এশিয়া কাপ হবে বাংলাদেশে। আট দলের এই প্রতিযোগিতায় ভারত, পাকিস্তান, চীন, জাপান, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, ওমান সবাই স্বাগতিক বাংলাদেশের চেয়ে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে।

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দলের তারকা ফরোয়ার্ড রাসেল মাহমুদ জিমি এখনও প্রস্তুতি ক্যাম্পে ডাক পাননি। ডাক পাওয়া ৪০ জনের মধ্যে ৩৫ জন বর্তমানে ক্যাম্পে আছেন। মামুনুর রহমান চয়ন, মিলন হোসেন, সাব্বির রানা, আশরাফুল ইসলাম ও ইমন যোগ দেবেন শিগগিরি। জাতীয় দলে প্রথম ডাক পাওয়া খেলোয়াড় ১৩ জন।

এর আগে কোচ হিসেবে জাতীয় দলকে দুটি এএইচএফ কাপ জেতা হারুন নতুনদের নিয়েই ষষ্ঠ হওয়ার ছক কষছেন। ষষ্ঠ হতে পারলে পরের এশিয়া কাপে বাছাই পর্ব এড়ানো যাবে। কিন্তু সময়ের স্বল্পতা ভাবাচ্ছে।

“হাতে সময় আছে মাত্র তিন মাস। এই টুর্নামেন্টে এশিয়ার সেরা আট দল খেলবে, তাদের মধ্যে আমরাই র‌্যাঙ্কিংয়ে সবার নিচে। তাই আমাদের লক্ষ্য থাকবে ষষ্ঠ হওয়া। বাকিটা নির্ভর করছে খেলোয়াড়দের পারফরম্যান্সের ওপর।”

“এক মাস অনুশীলনের পর যারা আমাদের চেয়ে শক্তিশালী, তাদের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলতে হবে। তখন দেখা যাবে আমরা কোথায় আছি। এরপর আরেক মাস অনুশীলন করে আরও শক্তিশালী দলের বিপক্ষে খেলতে চাই। এরপর আসলে মোটামুটি বলা যাবে, এশিয়া কাপে আমরা কী করতে পারব।”