আগামী মৌসুমে ইউভেন্তুস খেলবে ইউরোপের কনফারেন্স লিগে।
বুধবার কাতালান ক্লাবটি জানায়, নতুন চুক্তি করতে রাজি হওয়া মেসি কাম্প নউয়ে ২০২১ সালের জুন পর্যন্ত থাকবেন।
বিশ্বসেরা এই খেলোয়াড়ের সঙ্গে খেলা চালিয়ে যাওয়ার সুযোগটিকে স্বাগত জানিয়েছেন পিকে। বিন স্পোর্টসকে তিনি বলেন, “আমি মনে করি এটা সবসময়ের সেরা অভিজ্ঞতা। অনেক বছর ধরে তার সঙ্গে কাজ করছি, এখন এই অভিজ্ঞতা হবে ১০ বছরের।”
“তার সঙ্গে অনেক কিছু জেতাটা দারুণ কিছু। আমি মনে করি, সে আরও অনেক বছর আমাদের সঙ্গে খেলে যাবে।”
পাঁচবারের বর্ষসেরা ফুটবলার মেসির এমন সিদ্ধান্তে স্বাগত জানিয়েছেন বার্সেলোনার সভাপতি জোজেপ মারিয়া বার্তোমেউ।
এক টুইটে তিনি বলেন, “বার্সার সমর্থকরা ইতিহাসের সেরা খেলোয়াড় মেসিকে উপভোগ করে যাবে।”