রিয়ালে জায়গা ধরে রাখতে মরিয়া নাভাস

রিয়াল মাদ্রিদ নতুন গোলরক্ষকের সন্ধানে থাকলেও নিজের জায়গা ধরে রাখতে দৃঢ় প্রতিজ্ঞ কেইলর নাভাস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 July 2017, 11:52 AM
Updated : 3 July 2017, 11:52 AM

গত মৌসুমে রিয়ালের লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ে দারুণ অবদান রাখেন কোস্টা রিকার এই গোলরক্ষক।

এরপরও গোলপোস্টে নতুন কারোর খোঁজে আছে জিনেদিন জিদানের দল। এসি মিলানের জানলুইজি দোন্নারুম্মা, ম্যানচেস্টার ইউনাইটেডের দাভিদ দে হেয়া ও চেলসির থিবো কর্তোয়ার সঙ্গে লা লিগা চ্যাম্পিয়নরা যোগাযোগ করছে বলে সংবাদ মাধ্যমে গুঞ্জন।

সান্তিয়াগো বের্নাবেউয়ে এক নম্বর জায়গাটি ধরে রাখতে অনড় ৩০ বছর বয়সী নাভাস। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কাকে তিনি বলেন, “যেই আসুক আমি তার বিরুদ্ধে মরণপণ লড়বো।”

২০১২ সালের পর গেল মৌসুমে প্রথম লা লিগা শিরোপার দেখা পায় রিয়াল। পর পর দুই মৌসুম চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাও ঘরে তোলে তারা। দলের দুর্দান্ত পথ চলায় দারুণভাবে গোলপোস্ট সামলানো নাভাস কৃতজ্ঞ কোচ জিদানের প্রতিও।

“জিদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার ভাষা আমার নেই।”

লা লিগারই ক্লাব লেভান্তে থেকে ২০১৪ সালে রিয়ালে নাম লেখান নাভাস। এই সময়ে ক্লাবটির হয়ে তিনি জিতেছেন একটি লা লিগা ও দুটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। জিতেছেন উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপও।