ইতিহাস গড়ার উচ্ছ্বাস জার্মানির
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Jul 2017 02:43 PM BdST Updated: 03 Jul 2017 02:43 PM BdST
জার্মানির অর্জনের শোকেসে ছিল চার-চারটি বিশ্বকাপ, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের তিনটি ট্রফি। বাকি ছিল কেবল কনফেডারেশন্স কাপ। চিলিকে হারিয়ে সেই শূন্যতা পূরণের পর খেলোয়াড়দের প্রশংসায় ভাসালেন ইওয়াখিম লুভ। জার্মানির কোচের দৃষ্টিতে ইতিহাস গড়েছে তার তরুণ শিষ্যরা।
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে গত রোববার ফাইনালে লার্স স্টিনডলের একমাত্র গোলে চিলিকে হারায় বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। এর আগে এই প্রতিযোগিতায় তাদের সেরা সাফল্য ছিল ২০০৫ সালে নিজেদের মাঠে তৃতীয় হওয়া।
ম্যাচ শেষের জার্মানিকে প্রথমবারের মতো কনফেডারেশন্স কাপের শিরোপা এনে দেওয়া শিষ্যদের প্রশংসায় ভাসান লুভ।
“এর দাম অনেক; কেননা, জার্মানি তাদের ইতিহাসে কখনই এ শিরোপা জিততে পারেনি। তাই এই দল এবং এই জয়ের কথা ইতিহাসে লেখা থাকবে। এই দল অবশ্যই শিরোপার যোগ্য এবং এ কারণে আমরা সবাই খুব-খুব খুশি।”


টমাস মুলার, টনি ক্রুস, মানুয়েল নয়ারের মতো নির্ভরযোগ্য অনেককে রেখে তরুণদের নিয়ে কনফেডারেশন্স কাপের দল সাজিয়েছিলেন লুভ। তরুণ এই দলই বাজিমাত করেছে। বায়ার্ন মিউনিখের মিডফিল্ডার জশুয়া কিমিচ তাই সতীর্থদের নিয়ে দারুণ খুশি।
“আমি এবং আমার দল শিরোপা জিতে ভীষণ গর্বিত। আসলে কেউই আমাদের গোনায় ধরেনি এবং আমরা দারুণ সব দলকে হারাতে পেরেছি।”
“ম্যাচ শেষে চিলি খুবই হতাশ ছিল এবং আপনারাও দেখতে পেরেছেন, শিরোপাটা তাদের কাছে কতখানি ছিল। আমাদের শেষটা তুলনায় ভালো হয়েছে এবং এই দলের বিপক্ষে শিরোপা জেতা চমৎকার। আমরা সেইরকম পার্টি করব।”
-
সালাউদ্দিনের ‘সিম্পল চাওয়া’
-
রিয়ালের বিপক্ষে ইতিহাস গড়েই ভবিষ্যৎ নিয়ে ভাববেন মিনামিনো
-
চোটে কিংসের চার জনকে নিয়ে অনিশ্চয়তা
-
'ঘটনাচক্রে ফাইনালে আসিনি, লিভারপুলের জন্য রিয়াল প্রস্তুত'
-
সেরা কোচের দুই স্বীকৃতি পেলেন ক্লপ
-
নিবেদন আর প্রেরণা দিয়ে ফাইনাল জেতা যাবে না: আনচেলত্তি
-
টিভিতে আজ
-
গ্র্যান্ড স্ল্যামে ফিরেই জোকোভিচের দারুণ জয়
সর্বাধিক পঠিত
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- মিলার ঝড়ে ফাইনালে গুজরাট টাইটান্স
- বাড়ি থেকে পালিয়ে ১২ বছর লুকিয়ে থাকার এক গল্প
- কুমিল্লার ‘বিদ্রোহী’ ইমরান ‘ছাড়ছেন’ ভোটের মাঠ
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন