বিবৃতিতে বার্সেলোনা জানায়, পাদপ্রদীপের আলো থেকে দূরে কম চাহিদার ও কম চাপের লিগে খেলতে চান মেসি।
রোববার বাংলাদেশ সময় রাত ১২টায় কনফেডারেশন্স কাপের ফাইনালে মুখোমুখি হবে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি ও কোপা আমেরিকার টানা দুইবারের সেরা চিলি।
টাইব্রেকারে চিলি অনেক দিন ধরেই দুর্দান্ত। ২০১৫ ও ২০১৬ সালের কোপা আমেরিকার শিরোপা তারা জিতে ফাইনালে টাইব্রেকারে আর্জেন্টিনাকে হারিয়ে।
চলতি কনফেডারেশন্স কাপের সেমি-ফাইনালেও টাইব্রেকারে ইউরোর চ্যাম্পিয়ন পর্তুগালকে বিদায় করে দেয় চিলি। পেনাল্টি শুট-আউটে প্রথম তিনটি শটই ফিরিয়ে দেন ব্রাভো।
টাইব্রেকারে ভালো করার সামর্থ্য জার্মানির আছে বলেই বিশ্বাস লুভের। তবে নির্ধারিত সময়ে ফাইনালের ভাগ্য গড়ে নেওয়ার দিকে বেশি মনোযোগী। আর তা না হলেও টাইব্রেকার নিয়ে বাড়তি কোনো ভীতি নেই তার।
“টাইব্রেকারের জন্য আমাদেরও চমৎকার খেলোয়াড় আছে। আমরা এটা এড়ানোর চেষ্টা করব কিন্তু আমরা টাইব্রেকার নিয়ে মোটেও ভীত নই।”