ম্যানচেস্টার সিটিতে যতটা না নেতা হতে পেরেছিলেন, তার চেয়ে বেশি কিছুর প্রত্যাশা নিয়েই চেলসিতে পাড়ি দিয়েছেন স্টার্লিং।
অলিম্পিকে ১০০ মিটারে তিনটি সোনাজয়ী বোল্ট বুধবার ১০.০৬ সেকেন্ডে দৌড় শেষ করেন। ক্যারিয়ার সেরা ১০.০৯ সেকেন্ড টাইমিংকরে দ্বিতীয় হন কিউবার ইউনিয়ের পেরেস।
গত ১১ জুন ঘরের মাঠে শেষবারেরমতো ট্র্যাকে নেমে ১০.০৩ সেকেন্ডে ১০০ মিটার শেষ করেছিলেন বোল্ট। টানা দুবার এমন টাইমিংয়েখুশি নন ১০০ ও ২০০ মিটারে রেকর্ডের মালিক। তবে দ্রুত নিজের সেরা ছন্দে ফেরার ব্যাপারেআশাবাদী তিনি।
অলিম্পিকে আটটি সোনা ও বিশ্বচ্যাম্পিয়নশিপে ১৩টি পদকজয়ী এই কিংবদন্তি অ্যাথলেট অগাস্টে লন্ডন বিশ্ব চ্যাম্পিয়নশিপেরপর অবসর নিতে পারেন। গত মঙ্গলবার অবশ্য তিনি জানান, অবসর নেওয়ার ব্যাপারে এখনও চূড়ান্তসিদ্ধান্ত হয়নি। তবে এটাই যে তার শেষ মৌসুম তাতে কোনো সন্দেহ নেই।