যমজ সন্তানের বাবা হলেন রোনালদো

যমজ সন্তানের বাবা হয়েছেন রোনালদো। চিলির কাছে কনফেডারেশন্স কাপের সেমি-ফাইনালে হারের কয়েক ঘণ্টা পর নিজেই এ খবর জানিয়েছেন পর্তুগিজ অধিনায়ক।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 June 2017, 07:03 AM
Updated : 30 June 2017, 02:57 AM

বুধবার চিলির কাছে টাইব্রেকারে ৩-০ গোলে হেরে যায় পর্তুগাল। হতাশার মধ্যেই ফেইসবুকে খুশির খবরটি দিলেন রোনালদো। সন্তানদের পাশে থাকতে আগামী রোববার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে খেলবেন না রিয়াল মাদ্রিদের এই তারকা ফরোয়ার্ড।

“আমি সব সময়ের মতোই শরীর আর মন দিয়ে জাতীয় দলের দায়িত্বে ছিলাম, এমনকি আমার দুই ছেলের জন্ম হওয়ার সময়ও।

“দুর্ভাগ্যজনকভাবে আমরা আমাদের চাওয়া মূল লক্ষ্যে পৌঁছতে পারিনি। কিন্তু আমি নিশ্চিত যে আমরা পর্তুগালের মানুষদের আনন্দ দিয়ে যাবো।”

“শেষ পর্যন্ত প্রথমবারের মতো আমার সন্তানদের সঙ্গে মিলিত হতে পেরে আমি খুব খুশি।”

পরে অনলাইনে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে দুই সন্তান কোলে ছবি দিয়ে রোনালদো লেখেন, “আমার জীবনের নতুন দুই ভালোবাসাকে জড়িয়ে ধরতে পেরে আমি খুবই খুশি।”

রোনালদোর প্রথম ছেলে ক্রিস্তিয়ানো রোনালদো জুনিয়রের এই মাসে সাত বছর হয়েছে।

সারোগেট মায়ের মাধ্যমে এই যমজ সন্তান হলো রোনালদোর। তার আগের সন্তানের মার নামও জানা যায়নি।

রোনালদোর পরিবার আরও বড় হতে পারে কয়েক মাস পর। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তার বান্ধবী জর্জিনা রদ্রিগেস পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।