ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড নিয়মিত গোল পেলে দলটির লিগ শিরোপা জয়ের সম্ভাবনা আরও জোরাল হবে।
গত বুধবার রাশিয়ার কাজানে কনফেডারেশন্স কাপের প্রথম সেমি-ফাইনালে টাইব্রেকারে পর্তুগালের রিকার্দো কারেসমা, জোয়াও মৌতিনিয়ো ও নানির শট ফেরান ব্রাভো। আর্তুরো ভিদাল, মারিয়ানো ও আলেক্সিস সানচেস লক্ষ্যভেদ করলে চিলি ফাইনালে ওঠে।
ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় ব্রাভোর সঙ্গে সানচেস-ভিদালদের প্রশংসায় পঞ্চমুখ হন পিস্সি। টাইব্রেকারের সময় চাপে থাকার কথাও জানাতে ভোলেননি চিলির এই কোচ।
“ভাগ্যক্রমে ক্লাওদিও পেনাল্টি শুট আউটে ছিল বিস্ময়কর। যারা গোল করেছে, তারাও ছিল চমৎকার এবং আমি মনে করি, আমরা ফাইনালে ওঠার যোগ্য।”
টানা দুটি কোপা আমেরিকার শিরোপা জেতা চিলির সামনে এখন কনফেডারেশন্স কাপ জয়ের হাতছানি। পিস্সিও সাফল্য রথে থাকার ব্যাপারে আশাবাদী।
“আমরা যেভাবে কাজ চালিয়ে যাচ্ছি, আমি আশা করি, আমরা সেভাবে চালিয়ে যেতে পারব এবং চিলির ফুটবলকে অনেক অনেক সাফল্য এনে দিতে পারব।”