চোট নিয়েই চিলিকে জেতালেন ব্রাভো
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Jun 2017 09:07 AM BdST Updated: 29 Jun 2017 02:24 PM BdST
টাইব্রেকারে টানা তিন শট ফিরিয়ে চিলিকে কনফেডারেশন্স কাপের ফাইনালে তোলার পর ক্লাওদিও ব্রাভো জানালেন, পর্তুগালের বিপক্ষে চোট নিয়ে খেলতে নেমেছিলেন তিনি। এ কারণে নাকি নিজের স্বাভাবিক খেলাটাও খেলতে পারেননি ম্যানচেস্টার সিটির এই গোলরক্ষক!
গত বুধবার রাশিয়ার কাজানে কনফেডারেশন্স কাপের প্রথম সেমি-ফাইনালে টাইব্রেকারে পর্তুগালের রিকার্দো কারেসমা, জোয়াও মৌতিনিয়ো ও নানির শট ফেরান ব্রাভো। আর্তুরো ভিদাল, মারিয়ানো ও আলেক্সিস সানচেস লক্ষ্যভেদ করলে ৩-০ ব্যবধানের জয়ে ফাইনালের মঞ্চে ওঠে কোপা আমেরিকার চ্যাম্পিয়নরা।
কাফের চোট নিয়ে কনফেডারেশন্স কাপ খেলতে আসা ব্রাভো গ্রুপ পর্বে কেবল অস্ট্রেলিয়ার বিপক্ষে সেরা একাদশে ছিলেন। পর্তুগাল ম্যাচের পর বার্সেলোনার এই সাবেক গোলরক্ষক টেনে আনলেন ওই চোটের কথা।
“আমি খুবই ভারসাম্যপূর্ণ মানুষ। চোটে আক্রান্ত ছিলাম এবং (এ কারণে) নিজের স্বাভাবিক গতিতে খেলতে পারিনি।”
“জানতাম আমাকে কি করতে হবে। অবশ্যই আমরা খুবই খুশি; কারণ, আমরা ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের থামাতে পেরেছি।”

“এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। আমরা ফাইনালে উঠতে পেরেছি, যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা একটা সাফল্যের বৃত্ত পূরণ করতে চলেছি। ফাইনালে উঠতে পেরে আমরা খুশি।”
“(জয়ের) নেপথ্যের কারণ হিসেবে আমি যেটা মনে করি, সেটা হচ্ছে আমরা কখনও নিজেদের ওপর বিশ্বাস হারাই না এবং আমরা জয়ের জন্য সবকিছু করতে চাই। আমাদের এখনও আরও একটা ম্যাচ জেতা বাকি।”
সর্বাধিক পঠিত
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- মিলার ঝড়ে ফাইনালে গুজরাট টাইটান্স
- বাড়ি থেকে পালিয়ে ১২ বছর লুকিয়ে থাকার এক গল্প
- কুমিল্লার ‘বিদ্রোহী’ ইমরান ‘ছাড়ছেন’ ভোটের মাঠ
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন