বার্সার জন্য আতলেতিকো ছাড়ার ইচ্ছা নেই সাউলের

সাউল নিগেসকে বার্সেলোনা পেতে আগ্রহী বলে গণমাধ্যমে খবর এসেছে। তবে স্পেনের এই মিডফিল্ডার সরাসরি জানিয়ে দিলেন, বর্তমান ক্লাব আতলেতিকো মাদ্রিদ ছাড়ার কোনো ইচ্ছা নেই তার। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2017, 01:47 PM
Updated : 28 June 2017, 01:48 PM

২০১৬-১৭ মৌসুমটা খুব একটা ভালো কাটেনি বার্সেলোনার। পুরনো রূপে ফিরতে দলটির মাঝমাঠে শক্তি বাড়ানোর বিকল্প নেই। গণমাধ্যমের খবর অনুযায়ী, নতুন কোচ এরনেস্তো ভালভেরদের প্রথম পছন্দ পিএসজির ইতালিয়ান মিডফিল্ডার মার্কো ভেরাত্তি।

তবে ভেরাত্তিকে দলে টানতে না পারলে তার বিকল্প হিসেবে সাউলকে চায় তারা। ইউরোপিয়ান অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপে ইতালিকে ৩-১ গোলে হারাতে হ্যাটট্রিক করা স্পেনের সাউল সে সম্ভাবনা উড়িয়ে দিলেন।

স্পেনের ক্রীড়া দৈনিক এএসকে সাউল বলেন, “আমার এখান থেকে যাওয়ার কোনো ইচ্ছা নেই। আমি সেখানেই আছি যেখানে থাকতে চাই এবং সবকিছু একইরকম থাকবে।”

“আমি যখন তরুণ ছিলাম তখন থেকে তারা (আতলেতিকো) আমার উপর বিশ্বাস রেখেছে। আমি সেই বিশ্বাসের প্রতিদান দিতে চাই।”

১৩ বছর বয়সে ২০০৮ সালে আতলেতিকো মাদ্রিদে যোগ দেন সাউল। ২০১২ সালে মূল দলে যায়গা করে নেওয়ার পর এখন পর্যন্ত ক্লাবটির হয়ে তিনটি শিরোপা জিতেছেন তিনি।