জিদানের সঙ্গে দ্রুত নতুন চুক্তি করতে চায় রিয়াল

রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেস জানিয়েছেন, তাদের এখন প্রথম ও প্রধান কাজ হলো জিনেদিন জিদানের সঙ্গে নতুন চুক্তি করা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2017, 10:24 AM
Updated : 28 June 2017, 10:24 AM

প্রথম ক্লাব হিসেবে টানা দুবার চ্যাম্পিয়ন্স লিগ জেতার পর পেরেস বলেছিলেন, দলকে দারুণ এই সাফল্য এনে দেওয়া জিদান চাইলে রিয়াল মাদ্রিদে সারাজীবন থাকবে।

ছুটি শেষে ৪৫ বছর বয়সী ফরাসি এই কোচ ফেরার পর তার সঙ্গে নতুন চুক্তি করাই ক্লাবের প্রথম কাজ হবে বলে স্পেনের এক রেডিওকে জানান পেরেস।

“ক্লাবটিকে ও এর ড্রেসিং রুমকে তার চেয়ে ভালো আর কেউ জানে না। সে অনেকবার বলেছে যে, এখানে থাকবে কি-না সে জানে না। তাই তারাও (গণমাধ্যম) তাকে খেলোয়াড়দের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করেনি। তবে আমরা যদি নাও জিততাম তবুও আমি তার সঙ্গে কাজ করে যেতাম।”

জিদানের অধীনে এবার লা লিগায় পাঁচ বছরের শিরোপা খরা কেটেছে রিয়ালের। সঙ্গে তারা ধরে রেখেছে ইউরোপ সেরার ট্রফিও। সব মিলিয়ে রিয়ালের হয়ে ১৭ মাসের ক্যারিয়ারে মোট পাঁচটি শিরোপা জিতেছেন জিদান।