৩০ বছর বয়সী জ্যামাইকার এই দৌড়বিদআগে জানিয়েছিলেন যে, অগাস্টে লন্ডনে হতে যাওয়া বিশ্ব চ্যাম্পিয়শিপে শেষবারের মতো দৌড়াবেনতিনি। গত ১১ জুন ঘরের মাঠ কিংস্টনে শেষবারের মতো ট্র্যাকে নামেন বোল্ট। নেচে-গেয়ে,পতাকা উড়িয়ে ও ভুভুজেলা বাজিয়ে এই কিংবদন্তিকে বিদায় জানায় সমর্থকেরা।
সোমবার বোল্ট জানান, লন্ডনেরপ্রতিযোগিতা দিয়ে ক্যারিয়ার শেষ করবেন কি-না, এ বিষয়ে কোচ গ্লেন মিলসের সঙ্গে আলাপকরেছেন তিনি।
“আমরা যা করছি সে বিষয়ে আমরাএখনও সিদ্ধান্ত নিতে পারিনি।"
আগামী ১২ অগাস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের৪*১০০ মিটার রিলেতে শেষবারের মতো ট্র্যাকে নামতে পারেন বোল্ট। এ বিষয়ে বোল্ট বলেন,“বিশ্ব চ্যাম্পিয়নশিপের আগ পর্যন্ত আমি এটা নিয়ে ভাবছি না...।”
চেক প্রজাতন্ত্রের ওস্ত্রাভায়আইএএএফ ওয়ার্ল্ড চ্যালেঞ্জের আগে বোল্ট বলেন, “এই মুহূর্তে আমার মনোযোগ শুধু এই মৌসুমধরে।”
প্রথম অ্যাথলেট হিসেবে অলিম্পিকেরটানা তিন আসরে ১০০ ও ২০০ মিটারে সোনা জেতেন জিতেছেন বোল্ট। এই দুই ইভেন্টেই বিশ্ব ওঅলিম্পিক রেকর্ডের মালিক আবারও জানিয়েছ্নে, লন্ডনে ২০০ মিটারে দৌড়াবেন না তিনি।