শততম জয়ের রেকর্ড লুভের

ক্যামেরুনকে হারিয়ে জার্মানির কনফেডারেশন্স কাপের সেমি-ফাইনালে ওঠার পথে দারুণ এক রেকর্ড গড়েছেন ইওয়াখিম লুভ। দেশের প্রথম কোচ হিসেবে শততম জয় পেয়েছেন সাবেক এই আক্রমণাত্মক মিডফিল্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 June 2017, 08:10 AM
Updated : 26 June 2017, 08:22 AM

রোববার রাতে ‘বিশ্বকাপের মহড়া’ টুর্নামেন্টে ‘বি’ গ্রুপের শেষ রাউন্ডে রাশিয়ার সোচিতে ক্যামেরুনকে ৩-১ গোলে হারায় জার্মানি। ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হওয়া বিশ্ব চ্যাম্পিয়নরা বৃহস্পতিবার শেষ চারে মেক্সিকোর বিপক্ষে খেলবে।

২০০৪ থেকে দুই বছর স্বদেশের জাতীয় দলে সহকারী কোচের দায়িত্ব পালনের পর ২০০৬ সালে প্রধান কোচ হিসেবে যোগ দেন লুভ। জার্মানির মূল কোচ হিসেবে ১৫০তম ম্যাচে ১০০ জয়ের মাইলফলক স্পর্শ করলেন তিনি।

দেশটির ইতিহাসে তার চেয়ে বেশি ম্যাচে কোচ ছিলেন শুধু ১৯৫৪ সালে তখনকার পশ্চিম জার্মানিকে বিশ্বকাপ জেতানো সেপ হেরবের্গার। তার অধীনে ১৬৭ ম্যাচে ৯৪টি জিতেছিল জার্মানি।

কোচ লুভের প্রায় এক যুগের মেয়াদে জার্মানির সবচেয়ে বড় সাফল্য ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপ জয়। ২০০৮ ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালেও উঠেছিল তারা; কিন্তু শিরোপা নির্ধারণী ম্যাচে স্পেনের কাছে হেরে যায়। এছাড়া ২০১০ বিশ্বকাপ, ২০১২ ইউরো ও ২০১৬ ইউরোর সেমি-ফাইনাল খেলে লুভের শিষ্যরা।