ইউভেন্তুস ছেড়ে সিটিতে যাচ্ছেন আলভেস?

ইউভেন্তুসে সফল এক মৌসুম কাটিয়ে এবার নতুন চ্যালেঞ্জ নিতে আগ্রহী দানি আলভেস। সে পরিকল্পনায় এরই মধ্যে চলে যাওয়ার ইচ্ছার কথাও ক্লাব কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন ব্রাজিলের এই ডিফেন্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 June 2017, 09:14 AM
Updated : 22 June 2017, 09:14 AM

বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন ইউভেন্তুস প্রধান।

এদিকে গত কয়েক দিনে ইংল্যান্ডের গণমাধ্যমের খবর,  সাবেক কোচ পেপ গুয়ার্দিওলার বর্তমান ক্লাব ম্যানচেস্টার সিটিতে যোগ দিতে যাচ্ছেন আলভেস।

বার্সেলোনার হয়ে আটটি শিরোপা জেতা আলভেস গত জুলাইয়ে ইউভেন্তুসে যোগ দেওয়ার পর ইতালির দলটির হয়ে জিতেছেন সেরি আ শিরোপা ও ইতালিয়ান কাপ।

এছাড়া দলকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। অবশ্য কার্ডিফের ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে ৪-১ গোলে হেরে যায় ইতালির চ্যাম্পিয়নরা।

কার্ডিফের ওই হারের পর থেকেই ইউভেন্তুসের সঙ্গে আলভেসের সম্পর্কের টানাপোড়েন শুরু। সাম্প্রতিক সময়ে তার কিছু আচরণও ইউভেন্তুস সমর্থকদের ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে।

গত সপ্তাহে ব্রাজিলের এক টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে আলভেস বলে বসেন, নিজের উন্নতির স্বার্থে পাওলো দিবালার ভবিষ্যতে কোনো এক দিন ইউভেন্তুস ছাড়া উচিত।

গত সোমবার তো আরও ভয়ঙ্কর কাজ করে বসেন আলভেস। ২০১৫ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে সাবেক ক্লাব বার্সেলোনার হয়ে খেলা নিজের জুতোর ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন। সেবার বার্সেলোনার কাছে ৩-১ গোলে হেরে শিরোপা স্বপ্ন গুঁড়িয়েছিল ইউভেন্তুসের।

এসব ঘটনার প্রেক্ষাপটে বুধবার ইতালির দৈনিক গাজেত্তা দেল্লো স্পোর্তকে আলভেসের পরিকল্পনার বিষয়টি পরিষ্কার করেন ইউভেন্তুসের প্রধান গুইসেপ্পে মোরাত্তা।

“দানি আলভেস সিদ্ধান্ত নিয়েছে, সে তার চারপাশটা বদলে ফেলতে চায়। তাই আমরাও পারস্পরিক সমঝোতায় আসব এবং তার শুভকামনা করব।”

“এটা দানির সঙ্গে কোনো বিচ্ছেদ-ভাঙন নয় কিন্তু যে কোনো ফুটবলারের জন্যই অনুপ্রেরণা গুরুত্বপূর্ণ বিষয়।”

ইংল্যান্ডের গণমাধ্যমের খবর, আলভেসকে এনে সিটির রক্ষণ জমাট করতে চান গুয়ার্দিওলা। ব্রাজিলের এই ডিফেন্ডারও নাকি সিটির সঙ্গে দুই বছরের চুক্তি করার পথে অনেকখানি এগিয়েছেন।

২০০৮ সালে সেভিয়া থেকে আলভেসকে কাম্প নউয়ে এনেছিলেন বার্সেলোনার সেসময়কার কোচ গুয়ার্দিওলা। এরপর দুজনে বার্সেলোনার হয়ে

তিনটি লা লিগা, দুটি চ্যাম্পিয়ন্স লিগ ও দুটি কোপা দেল রে জেতেন।