দারুণ জয়ে পর্তুগালকে হটিয়ে শীর্ষে মেক্সিকো

ফিফা কনফেডারেশন্স কাপে জয়ের দেখা পেয়েছে মেক্সিকো। নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথমে পিছিয়ে পড়লেও ঘুরে দাঁড়িয়ে দারুণ জয় তুলে নিয়েছে কনকাকাফ চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 June 2017, 08:31 PM
Updated : 21 June 2017, 08:35 PM

বুধবার রাতে সোচিতে ওশিয়ানিয়া চ্যাম্পিয়ন নিউ জিল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে মেক্সিকো। তাদের দুটি গোলই এসেছে দ্বিতীয়ার্ধে।

ম্যাচের শুরু থেকে বেশ কয়েকটি সুযোগ নষ্ট করার পর ৪২তম মিনিটে এগিয়ে যায় নিউ জিল্যান্ড। লেইটন লুইসের পাস ধরে গোলটি করেন ফরোয়ার্ড ক্রিস উড। তবে এগিয়ে থাকার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি ফিফা র্যা ঙ্কিংয়ের ৯৫তম স্থানের দলটির।

দ্বিতীয়ার্ধের নবম মিনিটে রাউল হিমেনেসের গোলে সমতায় ফেরে মেক্সিকো। ফাবিয়ানের বাড়ানো বল ধরে জালে পাঠান বেনফিকার ফরোয়ার্ড। আর ৭২তম মিনিটে তাদের জয়সূচক গোলটি করেন ওরিবে পেরাল্তা।

এই জয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে উঠে এসেছে পর্তুগালের সঙ্গে প্রথম ম্যাচে ২-২ গোলে ড্র করা মেক্সিকো।

দিনের প্রথম ম্যাচে ক্রিস্তিয়ানো রোনালদোর একমাত্র গোলে স্বাগতিক রাশিয়াকে হারিয়েছে পর্তুগাল। দুই ম্যাচে ইউরোপ চ্যাম্পিয়নদের পয়েন্ট ৪; তবে গোল কম করায় দ্বিতীয় স্থানে তারা।

৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রাশিয়া। নিউ জিল্যান্ডের পয়েন্ট ০।