টানা তৃতীয় চ্যাম্পিয়ন্স লিগ জয়ের লক্ষ্য রিয়ালের

আগামী মৌসুমেও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিততে চায় রিয়াল মাদ্রিদ, গড়তে চায় নতুন ইতিহাস। ক্লাবের সভাপতি পদে পুন:নির্বাচিত হওয়ার পর এ প্রত্যাশার কথা জানিয়েছেন ফ্লোরেন্তিনো পেরেস। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 June 2017, 02:30 PM
Updated : 21 June 2017, 02:30 PM

রিয়ালই একমাত্র দল যারা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে পর পর দুই মৌসুম শিরোপা জিতেছে।

এ মাসের শুরুতে কার্ডিফের ফাইনালে ইউভেন্তুসকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে ইউরোপ সেরার প্রতিযোগিতাটির শিরোপা ধরে রাখে রিয়াল। আগের মৌসুমে নিজেদের নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল স্পেনের সফলতম ক্লাবটি।

আসছে মৌসুমেও শিরোপাটি রিয়ালের শোকেসেই দেখতে চান পেরেস। স্পেনের ক্রীড়া দৈনিক মার্কাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, "রিয়াল মাদ্রিদ মানে অবিরত এক চ্যালেঞ্জ। আমরা ইতিহাস গড়তে চাই। টানা তৃতীয় বার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিততে চাই। এটা আমাদের নতুন অনুপ্রেরণা। এ বিষয়ে এরই মধ্যে খেলোয়াড়রা নিজেদের মধ্যে কথা বলেছে।"