ফুটবলে ভিডিও প্রযুক্তি নিয়ে উচ্ছ্বসিত ফিফা

চলমান কনফেডারেশন্স কাপে এখন পর্যন্ত ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সফল ব্যবহারে দারুণ খুশি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা- ফিফা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 June 2017, 12:56 PM
Updated : 20 June 2017, 12:56 PM

বিশ্বকাপের এবারের ‘মহড়া’ প্রতিযোগিতায় এখন পর্যন্ত পাঁচবার ভিডিও প্রযুক্তির ব্যবহার হয়েছে। মাঝে মধ্যে যা দর্শকদের বিভ্রান্তিতে ফেলেছে। তবে ব্যবহারে সন্তুষ্ট ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

“আমরা দেখেছি, ভিডিও অ্যাসিস্ট্যান্ট কিভাবে রেফারিদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে। এখন পর্যন্ত আমি ভিএআর ব্যবহারে খুব খুশি। এটা একটা মাইলফলক টুর্নামেন্ট।”

ফিফার কোনো প্রতিযোগিতায় ভিডিও অ্যাসিস্ট্যান্ট প্রথম ব্যবহৃত হয় গত নভেম্বরে জাপানে ক্লাব বিশ্বকাপে। পরে আরও কিছু প্রতিযোগিতায় এর ব্যবহার হয়েছে।

কনফেডারেশন্স কাপে রোববার মেক্সিকোর বিপক্ষে পেপে বল জালে পাঠালেও ভিএআর রেফারেল নিয়ে গোলটি বাতিল করে দেন রেফারি। একই দিনে একইভাবে ক্যামেরুনের বিপক্ষে চিলির ফরোয়ার্ড এদুয়ার্দো ভারগাসের একটি প্রচেষ্টাও অফসাইডের কারণে বাতিল করেন রেফারি।

পরে যোগ করা সময়ে ভারগাসের গোলে অফসাইড সন্দেহে রেফারেল নিয়েছিলেন রেফারি। তবে ভিডিও দেখে বাজে গোলের বাঁশি।

ফিফা জানিয়েছে, রেফারেল নেওয়া পাঁচটি ঘটনাই ছিল গোল সম্পর্কিত। এর মধ্যে চারটি অফসাইড সম্পর্কিত, অন্যটি হ্যান্ডবল সন্দেহে।