‘মেসিকে রিয়ালে পেলে দারুণ হতো’

সান্তিয়াগো বের্নাবেউয়ে ক্রিস্তিয়ানো রোনালদো তো আছেনই, সঙ্গে লিওনেল মেসি থাকলে দারুণ হতো- কিছুটা আফসোসের সুরে বললেন ফ্লোরেন্তিনো পেরেস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 June 2017, 10:25 AM
Updated : 20 June 2017, 10:25 AM

রিয়াল মাদ্রিদ সভাপতি জানিয়েছেন, সম্ভব হলে আর্জেন্টাইন তারকার সঙ্গে অবশ্যই চুক্তি করতো তার দল।

বার্সেলোনার যুব দল থেকে ২০০৪ সালে মূল দলে ঢোকা মেসি দ্রুতই সেরা একাদশে জায়গা করে নেন, হয়ে ওঠেন কাম্প নউয়ের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। গল্পের পরের অংশটা তার বিশ্ব জয়ের; আটটি লা লিগা ও চারটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাসহ দলকে জিতিয়েছেন অনেক শিরোপা, রেকর্ড পাঁচবার হয়েছেন বর্ষসেরা ফুটবলার।

অনেকের মতে, ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় মেসি। কারো মতে আবার সর্বকালের সেরা। এমন খেলোয়াড়কে কেই বা দলে চাইবে না। পেরেসও চান। কিন্তু মাত্র ১৩ বছর বয়সে মেসি বার্সেলোনায় যোগ দেওয়ায় সেটা আর হয়নি।

এ প্রসঙ্গে স্পেনের একটি রেডিওকে পেরেস বলেন, “মেসিকে আমরা অবশ্যই মাদ্রিদে আনতে খুব করে চাইতাম। কিন্তু সে বার্সার যুব দলে ছিল আর তাই এটা কখনোই সম্ভব হয়নি।”