রোনালদোদের বিপক্ষে সতর্ক রাশিয়া

দাপুটে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করা রাশিয়া দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে বেশ সতর্ক। কারণ এবারের প্রতিপক্ষ ইউরোপ চ্যাম্পিয়ন পর্তুগাল। স্বাগতিকদের ফরোয়ার্ড ফিওদর স্মোমোলভ আরও পরিষ্কার করে জানালেন, প্রতিপক্ষ দলে ক্রিস্তিয়ানো রোনালদো থাকার কথা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 June 2017, 09:17 AM
Updated : 20 June 2017, 09:27 AM

শনিবার ফিফা কনফেডারেশন্স কাপের উদ্বোধনী ম্যাচে ওশিয়ানিয়া চ্যাম্পিয়ন নিউ জিল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে যাত্রা শুরু করে রাশিয়া। মেক্সিকো ও পর্তুগালের মধ্যে 'এ' গ্রুপের অন্য ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।

মস্কোয় বুধবার বাংলাদেশ সময় রাত নয়টায় শুরু হবে পর্তুগাল-রাশিয়া ম্যাচটি।

এই ম্যাচ প্রসঙ্গে স্মোমোলভ বলেন, "পর্তুগালের সঙ্গে লড়াইয়ের জন্য আমাদের খুব ভালোভাবে প্রস্তুত হতে হবে। তাদের বিশ্বের অন্যতম সেরা এক খেলোয়াড় আছে, রোনালদো। আমি মনে করি, এই ম্যাচে আমাদেরকে ভালো শুরু করতে হবে।"

"আমরা শুধু আক্রমণ করতে পারি না আবার শুধু রক্ষণ নিয়েও ভাবতে পারি না। আমাদের চালাক হতে হবে...। প্রধান কোচের চাওয়া অনুযায়ী আমাদের খেলতে হবে। তিনি আমাদের প্রস্তুত করবেন এবং আমাদেরকে একটি ম্যাচ-পরিকল্পনা দিবেন, সেটা আমরা কাজে লাগানোর চেষ্টা করব।"