জয়ে শুরু জার্মানির

এক বছর পর যেখানে শিরোপা ধরে রাখার লড়াই শুরু করবে জার্মানি, সেই রাশিয়ায় ‘মহড়া’ টুর্নামেন্ট কনফেডারেশন্স কাপে শুভ সূচনা করেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। ৩-২ গোলে হারিয়েছে এশিয়ার চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 June 2017, 05:47 PM
Updated : 19 June 2017, 05:47 PM

স্কোর লাইন দেখে বোঝার উপায় নেই কতটা দাপুটে ফুটবল খেলেছ জার্মানি। সোচিতে সোমবার পঞ্চম মিনিটেই এগিয়ে যায় ইউরোপের দলটি। বাই লাইন থেকে জুলিয়ান ব্রান্ডের কাট ব্যাক খুঁজে পায় ফাঁকায় দাঁড়ানো লারস স্টিনডলকে। সহজ সুযোগ হাতছাড়া করেননি তিনি।

গোল শোধ করার চেয়ে একের পর এক আক্রমণের ঝাপটা সামলানোতেই বেশি ব্যস্ত থাকতে হয় অস্ট্রেলিয়াকে। খেলার ধারার বিপরীতে ৪১তম মিনিটে সমতা ফেরায় দলটি। টম রজিচের শট জার্মান গোলরক্ষকের শরীরের নিচ দিয়ে জালে জড়ায়।

সমতা আনার স্বস্তি বেশিক্ষণ টেকেনি। ৪৫তম মিনিটে পেনাল্টি থেকে জার্মানিকে এগিয়ে নেন জুলিয়ান ড্রাক্সলার। ৪৮তম মিনিটে ব্যবধান আরও বাড়ান লিওন গোরেতসকা।  

জার্মান গোলরক্ষকের আরেকটি ব্যর্থতায় ৫৬তম মিনিটে ব্যবধান কমান টমি জুরিচ। বার্নাড লেনোর হাত ফস্কে তৈরি হওয়া সুযোগ কাজে লাগাতে কোনো ভুল করেননি তিনি।

৭৫তম মিনিটে সান্দ্রো ওয়াগনারের শট পোস্টে লেগে ফিরলে ব্যবধান বাড়ানোর সুযোগ হাতছাড়া হয় জার্মানির। এরপর আর পরিষ্কার সুযোগ খুব একটা তৈরি করতে পারেনি তারা।

দ্বিতীয় গোলের পর জার্মানির রক্ষণে চাপ তৈরি করে অস্ট্রেলিয়া। তবে সমতা ফেরানো আর হয়ে উঠেনি। কনফেডারেশন্স কাপে সব মিলিয়ে টানা চতুর্থ হার নিয়ে মাঠ ছাড়ে দলটি।