জয়ে শুরু জার্মানির
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Jun 2017 11:47 PM BdST Updated: 19 Jun 2017 11:47 PM BdST
এক বছর পর যেখানে শিরোপা ধরে রাখার লড়াই শুরু করবে জার্মানি, সেই রাশিয়ায় ‘মহড়া’ টুর্নামেন্ট কনফেডারেশন্স কাপে শুভ সূচনা করেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। ৩-২ গোলে হারিয়েছে এশিয়ার চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে।
স্কোর লাইন দেখে বোঝার উপায় নেই কতটা দাপুটে ফুটবল খেলেছ জার্মানি। সোচিতে সোমবার পঞ্চম মিনিটেই এগিয়ে যায় ইউরোপের দলটি। বাই লাইন থেকে জুলিয়ান ব্রান্ডের কাট ব্যাক খুঁজে পায় ফাঁকায় দাঁড়ানো লারস স্টিনডলকে। সহজ সুযোগ হাতছাড়া করেননি তিনি।
গোল শোধ করার চেয়ে একের পর এক আক্রমণের ঝাপটা সামলানোতেই বেশি ব্যস্ত থাকতে হয় অস্ট্রেলিয়াকে। খেলার ধারার বিপরীতে ৪১তম মিনিটে সমতা ফেরায় দলটি। টম রজিচের শট জার্মান গোলরক্ষকের শরীরের নিচ দিয়ে জালে জড়ায়।


জার্মান গোলরক্ষকের আরেকটি ব্যর্থতায় ৫৬তম মিনিটে ব্যবধান কমান টমি জুরিচ। বার্নাড লেনোর হাত ফস্কে তৈরি হওয়া সুযোগ কাজে লাগাতে কোনো ভুল করেননি তিনি।
৭৫তম মিনিটে সান্দ্রো ওয়াগনারের শট পোস্টে লেগে ফিরলে ব্যবধান বাড়ানোর সুযোগ হাতছাড়া হয় জার্মানির। এরপর আর পরিষ্কার সুযোগ খুব একটা তৈরি করতে পারেনি তারা।
দ্বিতীয় গোলের পর জার্মানির রক্ষণে চাপ তৈরি করে অস্ট্রেলিয়া। তবে সমতা ফেরানো আর হয়ে উঠেনি। কনফেডারেশন্স কাপে সব মিলিয়ে টানা চতুর্থ হার নিয়ে মাঠ ছাড়ে দলটি।
সর্বাধিক পঠিত
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
- চেলসি থেকে বার্সেলোনায় ক্রিস্টেনসেন
- লুহানস্কের পতনের পর এখন কোন পথে এগুবে রাশিয়া?
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- বাণিজ্য ঘাটতি বাড়ছেই, এবার ছাড়াল ৩০ বিলিয়ন ডলার
- মেডেন উইকেটের পর যে কারণে বোলিং পেলেন না মোসাদ্দেক
- হিলালীকে তুলে নিয়ে যা করেছিল অপহরণকারীরা
- বুয়েটের পর ঢাবিতেও প্রথম নটর ডেমের আসীর