পেরেসই থাকছেন রিয়াল সভাপতি

রিয়াল মাদ্রিদের সভাপতি পদে চার বছরের মেয়াদে পুনঃনির্বাচিত হয়েছেন ফ্লোরেন্তিনো পেরেস। ২০২১ সাল পর্যন্ত ক্লাবটির প্রধানের দায়িত্বে থাকবেন তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 June 2017, 11:16 AM
Updated : 19 June 2017, 11:16 AM

তার বিপক্ষে কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্লাবের প্রধান হিসেবে নির্বাচিত হন পেরেস।

২০০০ সালে প্রথমবার স্পেনের সফলতম ক্লাবটির সভাপতির পদে নির্বাচিত হয়েছিলেন স্পেনের এই ব্যবসায়ী। এরপর ২০০৯ সালে আবারও রিয়ালের প্রধান পদে নির্বাচিত হন পেরেস।

পেরেসের অধীনে গত কয়েক বছরে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে রিয়াল। গত চার মৌসুমে তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে ক্লাবটি। ২০১২ সালের পর এবার প্রথম লা লিগা শিরোপাও ঘরে তুলেছে তারা।