ছন্দ হারালেন সিদ্দিকুর

থাইল্যান্ডের কুইন্স কাপে প্রথম দুই দিনের ছন্দ তৃতীয় রাউন্ডে ধরে রাখতে পারেননি সিদ্দিকুর রহমান। চতুর্দশ স্থানে নেমে গেছেন বাংলাদেশের এই গলফার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 June 2017, 01:20 PM
Updated : 17 June 2017, 01:20 PM

তৃতীয় রাউন্ডে পারের চেয়ে এক শট বেশি খেলেছেন তিনি। তিন রাউন্ড মিলিয়ে পারের চেয়ে পাঁচ শট কম খেলেছেন সিদ্দিকুর।
 
প্রথম রাউন্ডে পারের চেয়ে তিন শট কম খেলে যৌথভাবে দ্বাদশ স্থানে ছিলেন সিদ্দিকুর। পরের রাউন্ডেও পারের চেয়ে তিন শট কম খেলে নবম স্থানে উঠে আসেন এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা এই গলফার।

সান্টিবুরি সামুই কান্ট্রি ক্লাবে শনিবার পাঁচটি বার্ডি, চারটি বোগি ও একটি ডাবল বোগি করেন সিদ্দিকুর। তিন রাউন্ড শেষে পারের চেয়ে পাঁচ শট কম খেলে থাইল্যান্ডের চারোয়েনকুল গুনের সঙ্গে যৌথভাবে চতুর্দশ স্থানে আছেন তিনি।

পাঁচ লাখ ডলার প্রাইজমানির এই আসরে তিন রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ১১ শট কম খেলা মালয়েশিয়ার গলফার নিকোলাস ফুং শীর্ষে রয়েছেন।