দিবালাকে ইউভেন্তুস ছাড়ার পরামর্শ আলভেসের

প্রতিভাবান ফুটবলার পাওলো দিবালার সম্ভাবনার পুরোটা ফুঁটিয়ে তুলতে ভবিষ্যতে ইউভেন্তুস ছাড়ার পরামর্শ দিয়েছেন সতীর্থ দানি আলভেস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 June 2017, 03:16 PM
Updated : 16 June 2017, 03:16 PM

দিবালাকে অনেকেই লিওনেল মেসির সঙ্গে তুলনা করে থাকেন। এবারের চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে তার নৈপুণ্যে ইউভেন্তুস ৩-০ গোলে বার্সেলোনাকে হারানোর পর তুলনা আরও জোরালো হয়।

সংবাদ মাধ্যমের খবর, বার্সেলোনায় নাম লেখাতে পারেন দিবালা। লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ী রিয়াল মাদ্রিদেও যাওয়ার সম্ভাবনা আছে তার। 

ভবিষ্যৎ ঠিকানা যেই ক্লাবই হোক, উন্নতি করতে ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ডের ইউভেন্তুস ছাড়া দরকার বলে মত আলভেসের।

ব্রাজিলের টেলিভিশন এস্পোর্তে ইন্তেরাতিভোকে এই ডিফেন্ডার বলেন, "আমরা নিজেদের মধ্যে অনেক কথা বলেছি। তাকে আমি বলেছি, আরও উন্নতি করতে ভবিষ্যতে কোনো একদিন তাকে ইউভেন্তুস ছাড়তে হবে।"    

২০১৫ সালে ইউভেন্তুসে যোগ দেওয়ার পর থেকে এরই মধ্যে হয়ে উঠেছেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। পর পর দুই মৌসুমে ইতালির অন্যতম সফল ক্লাবটির হয়ে সেরি আ ও ইতালিয়ান কাপ জিতেছেন ২৩ বছর বয়সী দিবালা।