ইউরোপ সেরা হওয়ার স্বপ্ন পূরণ করতে প্রবল তাড়না নিয়ে মাঠে নামবে দল, বললেন কোচ পেপ গুয়ার্দিওলা।
স্পেনের হয়ে গত রোববার রাতে মেসিডোনিয়ার বিপক্ষে কাঁধে কাঁধ মিলিয়ে রক্ষণ সামলেছেন দুজনে। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের উয়েফা অঞ্চলের বাছাইয়ে ২-১ গোলে জিতেছে ২০১০ সালের চ্যাম্পিয়নরা।
ওই ম্যাচে জয়ের পর রিয়াল মাদ্রিদ অধিনায়ক রামোস জানান, জাতীয় দলের জার্সি গায়ে তোলার পর ক্লাব পর্যায়ের বিষয়গুলো মাথায় থাকে না।
“পিকের সঙ্গে আমার সবকিছুই ভালো আছে। আমাদের দুজনের মধ্যে ভালো সম্পর্ক আছে এবং প্রতিবছর এটা আরও ভালো হচ্ছে। আমি মনে করি, যখন আমরা একসঙ্গে মাঠে খেলি, তখন আমাদের সম্পর্কটা আপনারাও দেখেছেন।”